ফের শিশু হত্যা, হরিয়ানায় খুন ১০ বছরের মেয়ে, লাশ ফেলা হল ব্যাগে ভরে
ABP Ananda, Web Desk | 16 Apr 2018 08:18 AM (IST)
রোহতক: উন্নাও, কাঠুয়া, সুরাতের পর এবার হরিয়ানার রোহতক। স্থানীয় টিটোলি গ্রামে খালে ফেলে দেওয়া একটি ব্যাগের মধ্যে ৮-১০ বছরের একটি মেয়ের দেহ উদ্ধার হয়েছে। লাশের অবস্থা অত্যন্ত খারাপ, ফলে মেয়েটির পরিচয় এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, খুনের পর তার দেহ ক্ষতবিক্ষত করা হয়েছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা জানা যাবে ময়নাতদন্ত রিপোর্ট এলে। যদিও গোপন অঙ্গে চোট থাকায় ধর্ষণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হরিয়ানার পলবল এলাকায় এক তরুণীর গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ। ধর্ষণে বাধা দেওয়ায় মারধর করা হয় তাঁকে, পরে দেওয়া হয় হুমকি। জানা গিয়েছে, ২২ বছরের ওই তরুণী ১৪ তারিখ বাড়িতে একা ছিলেন, তখন এই ঘটনা ঘটে। তাঁর অভিযোগের ভিত্তিতে ৫ দাগী অপরাধীর বিরুদ্ধে মামলা শুরু করেছে স্থানীয় মহিলা থানা, চলছে তদন্ত। অন্য একটি ঘটনায় চান্দহট থানা এলাকার এক ২২ বছরের তরুণী রহস্যময়ভাবে নিখোঁজ হয়েছেন। তাঁর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।