মুম্বই: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। গতকাল দুপুর থেকে বজ্র বিদ্যুৎ-সহ ভারী বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টির জেরে শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। ব্যাহত হয় যান চলাচল। রাস্তার পাশাপাশি ট্রেনও শ্লথগতিতে চলেছে। বৃষ্টির কারণে আজ মুম্বইয়ের সমস্ত স্কুল এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টা বৃষ্টি চলবে।
মুম্বই বিমানবন্দরেও বিভিন্ন উড়ানে বিলম্ব হয়।
বিমানবন্দরে নামার সময় ১৮৩ জন যাত্রী সহ স্পাইসজেটের একটি বিমানের চাকা রানওয়ের কাদায় আটকে যায়। গতকাল রাত ১০ টায় এই ঘটনা ঘটে। তড়িঘড়ি বিমানের সবাইকে নিরাপদে বাইরে বার করা হয়। এই ঘটনায় কিছুক্ষণের জন্য বিমান পরিষেবা ব্যাহত হয়।
দক্ষিণ মুম্বই, কান্ডিভিলি, বোরিভিলি, আন্ধেরি ও ভানধুপ সহ শহরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গতমাসেই প্রবল বর্ষণে মুম্বই বিপর্যস্ত হয়ে পড়েছিল । বিভিন্ন জায়গায় জল জমে বিপাকে পড়েছিলেন সাধারণ মানুষ।
প্রবল বর্ষণে মুম্বইয়ে ব্যাহত যান চলাচল, স্কুল-কলেজ বন্ধ, আরও বৃষ্টির পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2017 07:44 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -