ইনদওর: মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়ের বিরুদ্ধে পুর নিগমের অফিসারের ওপর ক্রিকেট ব্যাট নিয়ে চড়াও হওয়ার অভিযোগ। আকাশ শীর্ষ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে। কৈলাস বিজেপির সাধারণ সম্পাদক। পশ্চিমবঙ্গে দলকে চাঙ্গা, শক্তিশালী করার দায়িত্ব পেয়েছেন তিনি। গাঞ্জি কম্পাউন্ড এলাকায় একটি ভগ্নদশায় চলে যাওয়া বাড়ি ভাঙতে যাওয়া পুরকর্মীদের বাধা দিয়েছেন তাঁর ছেলে আকাশ, এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চাঞ্চল্য ছড়ানোর পর আকাশকে গ্রেফতার করে পুলিশ। পরে স্থানীয় আদালতে আকাশের জামিনের আবেদন খারিজ হওয়ায় তাঁকে সন্ধ্যায় জেলে পাঠানো হয়েছে বলে জানান এক সরকারি কর্তা। আকাশ, আরও ১০ জনের বিরুদ্ধে পুরকর্মী নিগ্রহের ঘটনায় এফআইআর রুজু করেছিল পুলিশ।

ভিডিওতে দেখা গিয়েছে, আকাশ বেআইনি দখল রোধে তৈরি পুরসভার টিমের সদস্যদের মারধর করছেন। তাঁর হাতে ক্রিকেট ব্যাট। সেটি উঁচিয়ে তাঁকে পুরকর্মীদের দিকে তেড়ে যেতে, তাঁদের মারতে দেখা যাচ্ছে। অভিযোগ, মিডিয়ার লোকজন ঘটনার ছবি তুলতে থাকলেও সংযত হতে দেখা যায়নি তাঁকে। বিতর্কের পরই নিজের আচরণের সাফাই দেন আকাশ। বলেন, বিজেপিতে আমাদের শেখানো হয়েছে, আগে আবেদন-নিবেদন, তারপর মার (পহলে আবেদন, ফির নিবেদন অওর ফির দনাদন)।



বর্ষা চলছে বলে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় পুরকর্মীরা বাড়িটি ভেঙে ফেলতে গিয়েছিলেন। কিন্তু আকাশ নাকি তাঁদের হুমকি দেন, দশ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে না গেলে পরিণাম খারাপ হবে। তাঁকে খবর দিয়েছিলেন এলাকার বাসিন্দারাই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশের সমর্থকরা বাড়ি ভাঙার জন্য নিয়ে আসা মাটি সরানোর যন্ত্রের চাবি পর্যন্ত কেড়ে নেয়। তর্কাতর্কির মধ্যেই আকাশ ক্রিকেট ব্যাট দিয়ে এক পুর অফিসারকে আঘাত করেন যিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। তাঁর সমর্থকরাও অফিসারকে মারধর, গালিগালাজ করে।
আকাশের দাবি, কিছু পুরকর্তা ভাল, মজবুত অবস্থায় থাকা বাড়িকেও ভগ্ন ঘোষণা করে ভেঙে দিয়েছেন। তিনি বলেন, ওই বাড়িগুলির মালিকদের সঙ্গে ওই পুরকর্তাদের তলে তলে বোঝাপড়া হয়েছে যে, বাড়ি ভেঙে ফেলা হবে আর সেই জমির দখল নেবে শাসক দল কংগ্রেস।