জামশেদপুর: এই শ্রাবণ মাসে জন্মানো সব শিশুর বাবা মা একটি করে গাছ পুঁতবেন। আর তার নামকরণ করবেন নিজের সন্তানের নামে। শহরে সবুজ বাড়াতে জামশেদপুর নোটিফায়েড এরিয়া কমিটি বা জেএনএসি এই সিদ্ধান্ত নিয়েছে।


আগামী মাসে শ্রাবণ মেলা চলাকালীন অভিনব এই গাছ বসানোর প্রকল্প কার্যকর হবে। জেএনএসি মনে করছে, শ্রাবণ মেলার সময়টাই মানুষকে এই কাজে অনুপ্রাণিত করার শ্রেষ্ঠ সময়। হিন্দু ক্যালেন্ডারে পঞ্চম মাস শ্রাবণ। এই সময়টা শিবপুজো করেন ভক্তরা।

জেএনএসি জানিয়েছে, ১০ টাকার বিনিময়ে প্রত্যেক সদ্যজাতর জন্য বার্থ সার্টিফিকেট ইস্যু করবে তারা। তাঁরা যে গাছ পুঁতেছেন তার সম্পূর্ণ বিবরণ ও সন্তানের নাম সম্বলিত একটি সার্টিফিকেট তুলে দেওয়া হবে তাঁদের হাতে। এই প্রকল্পে যোগ দেওয়া বাবা মায়ের সংবর্ধনাও দেবে তারা।

এইভাবে শুধু আগামী মাসেই শহরে ১৫,০০০ গাঁছ পোঁতার টার্গেট নিয়েছে এই কমিটি। বাবা মাকে ওই চারাগাছের সঙ্গে একটি ছবি তুলতে হবে, তা জমা দিতে হবে জেএনএসি কর্তৃপক্ষের কাছে। যাঁরা এই প্রকল্পে অংশ নিতে আগ্রহের কথা প্রকাশ করবেন, তাঁদের মধ্যে চারাগাছও বিলি করা হবে।