তিরুঅনন্তপুরম: গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। শিশু থেকে প্রৌঢ়, করোনার কবল থেকে বাদ যাচ্ছে না কোনও বয়সের মানুষই। এবার মৃত্যু হল ৪ মাসের শিশুর। কেরালার কোঝিকোড় সরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল ওই শিশু।
জন্মের পর থেকেই হার্টের সমস্যা ছিল ওই শিশুর। তাকে শ্বাসকষ্টের কারণে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানও সঠিক রোগ ধরতে না পারায় তাকে নিয়ে আসা হয় কোঝিকোড় সরকারি মেডিকেল কলেজে। সেই সময় জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল ওই শিশু।
সরকারি মেডিকেল কলেজে করোনাভাইরাসের টেস্টে পজিটিভ আসে ওই শিশুর রিপোর্ট। এরপর কোঝিকোড়ের ওই হাসপাতালেই চিকিৎসা চলছিল ওই শিশুর। শুক্রবার সকালে মৃত্যু হয় তার। তবে কী করে ওই শিশু করোনা আক্রান্ত হল, তা এখনও অবধি ধরা যায়নি। শিশুটির মা-বাবার করোনা পরীক্ষা করা হয়েছে।
ওই শিশুর এক আত্মীয় সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। তবে তিনি কোনওভাবেই ওই শিশুর সংস্পর্শে আসেননি।
গোটা দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৮। আক্রান্ত ২৩ হাজারেও বেশি। এর মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা ৪৪৭ জন।
ভুগছিল হার্ট, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায়, কেরলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৪ মাসের শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Apr 2020 12:59 PM (IST)
গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা। শিশু থেকে প্রৌঢ়, করোনার কবল থেকে বাদ যাচ্ছে না কোনও বয়সের মানুষই। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ৪ মাসের শিশুর। কেরালার কোঝিকোড় সরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল ওই শিশু।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -