কেরলে আরএসএস অফিসে বোমা, জখম ৪ বিজেপি কর্মী, পাল্টা সিপিএম কার্যালয়ে আগুন, ধারালো অস্ত্রের ঘায়ে জখম ক্যাডার
web desk, ABP Ananda | 03 Mar 2017 02:29 PM (IST)
কোঝিকোড়: কেরল ফের উত্তপ্ত রাজনৈতিক সংঘর্ষে। মধ্যপ্রদেশের এক সঙ্ঘ নেতা রাজ্যে আরএসএস কর্মীদের হত্যার অভিযোগ তুলে সেজন্য বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে দায়ী করে তাঁর ১ কোটি টাকা মাথার দাম ঘোষণা করেন গতকাল। বিজয়নের মাথা কেটে আনতে পারলে দরকার হলে নিজের সম্পত্তি বিক্রি করেও তিনি ওই পুরস্কার দেবেন, উজ্জ্বয়িনীর আর এস এস সহ প্রচার প্রমুখ কুন্দন চন্দ্রাবতের ওই ঘোষণার ভিডিও ভাইরাল হতেই কেরলের নানা জায়গা থেকে সিপিএম-সঙ্ঘ পরিবার হানাহানির খবর আসছে। গতকাল রাতে কোঝিকোড়ের নাদাপুরমের কাছে আরএসএস কার্যালয়ে বোমা ছোঁড়ে অজ্ঞাতপরিচয় লোকজন। চার বিজেপি কর্মী জখম হন। কিছুক্ষণ পরই ওই এলাকায় একটি সিপিএম অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া পালাক্কাড়ে ধারালো অস্ত্র নিয়ে সিপিএম যুবকর্মীদের ওপর হামলা করা হয় বলেও অভিযোগ। রতিশ নামে জখম ৩০ বছর বয়সি এক সিপিএম কর্মী ও তাঁর বন্ধু হাসপাতালে ভর্তি হন। পুলিস জানিয়েছে, বিকাল সাড়ে ৫টা নাগাদ তিন বিজেপি কর্মী তাঁর বাড়িতে ঢুকে হামলা করে বলে দাবি রতিশের। তদন্ত চলছে। আরএসএস অবশ্য গতকালই চন্দ্রাবতের ওই উসকানিমূলক ঘোষণা থেকে নিজেদের সরিয়ে নিয়ে তার নিন্দা করেছে। যদিও গত কয়েক মাস ধরেই কেরলের কিছু এলাকা কার্যত বারুদের স্তূপের ওপর বসে রয়েছে। সবচেয়ে পরিস্থিতি খারাপ কান্নুরে। সেখানে ২০১৬-র মে থেকে চারশোরও বেশি রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। গত তিন বছরের তুলনায় সংঘর্ষ বেড়েছে ৩০ শতাংশের বেশি। ৬০০-র বেশি সিপিএম, প্রায় ৩০০ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।