মুম্বই: জেনারেল স্টোর থেকে ইচ্ছেমত চুরি করে পুলিশের কাছেই রাস্তা জেনে নিয়ে চম্পট দিল চোর। তাও দৌড়ে পালানো নয়, অন্তত আধঘণ্টা অপেক্ষা করল, যতক্ষণ না ট্যাক্সি আসে। মুম্বইয়ে এমনই আজব ঘটনা লজ্জায় ফেলেছে পুলিশকে।

সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনা। গভীর রাতে এক জেনারেল স্টোর থেকে মনের সুখে টাকা ও জিনিসপত্র চুরি করে এক চোর। মালপত্র গুছিয়ে যায় পুলিশের গাড়ির কাছে। জেনে নেয় দাদার যাওয়ার রাস্তা।

তারপর চোর অন্তত আধঘণ্টা সেখানেই দাঁড়িয়ে থাকে। ট্যাক্সি এলে ধীরে সুস্থে তাতে চড়ে চম্পট দেয় সে।

গভীর রাতে অত জিনিসপত্র নিয়ে কেউ একজন রাস্তা জিজ্ঞাসা করায় পুলিশের সন্দেহ হওয়া উচিত ছিল। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। বরং তারাই চোরকে বিস্তারিত বলে দেয়, কীভাবে গা ঢাকা দিতে হবে।

পরে সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনার ছবি দেখে টনক নড়ে তাদের। এখন পুলিশ ওই চোরের তল্লাশিতে নেমেছে। জানা গিয়েছে, সে ৪০হাজার টাকা ও বেশ কিছু জিনিসপত্র চুরি করেছে।