নয়াদিল্লি: বিএসএফ জওয়ান ও সিআরপিএফের এক কনস্টেলের পর এবার এক সেনা জওয়ানের ভিডিও নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। সেনাদের সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখায় তাঁকে সিনিয়ররা নিগ্রহ করছেন বলে অভিযোগ করেছেন ওই সেনা জওয়ান।
ভিডিওটিতে দেহরাদূনে কর্মরত ৪২ ইনফ্যান্ট্রি ব্রিগেডের ল্যান্স নায়ের যজ্ঞ প্রতাপ সিংহ বলেছেন, গত বছরের জুনে তিনি প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ,রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টকে চিঠি লিখেছিলেন। এরপর পিএমও-র পক্ষ থেকে তাঁর ব্রিগেডকে তাঁর অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিংহর অভিযোগ, পিএমও-র নির্দেশ স্বত্তেও তদন্তের পরিবর্তে তাঁর সিনিয়ররা তাঁকে হেনস্থা করছেন। সেই সঙ্গে তদন্তও শুরু করা হয়েছে, যাতে তাঁর কোর্ট মার্শালও হতে পারে।
সিংহর দাবি, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি কোনও গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ বা ফাঁস করেননি। তিনি বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলাম, যে সেনাদের নিয়ে অফিসারদের জুতো না পালিশ করানো হয়’।
সিংহ বলেছেন, যখন প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে ব্রিগেডের কাছে চিঠি পাঠানো হয় তখন ‘ব্রিগেডিয়ার..আমার ওপর চাপ তৈরি করেন এবং আমার ওপর এমন অত্যাচার করেন যাতে আমি চরম পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু আমি আত্মহত্যা করব না বা কারুর বিরুদ্ধে এমন কোনও কাজ করব না যাতে আমি যে চাকরি করি তার ভাবমূর্তি ক্ষুন্ন হবে’।
সিংহ বলেছেন, তাঁকে কোর্ট মার্শালের জন্য ডাকা হয়েছে। তাঁর প্রশ্ন, ‘আমি কী ভুল করেছি’।
সেনার পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সম্পর্ক তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, প্রথমে এক বিএসএফ জওয়ান শিবিরে খাদ্যসামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন। এর পর এক সিআরপিএফ জওয়ানও অভিযোগ একটি ভিডিওতে বিভিন্ন অভিযোগ করেছিলেন। সেই দুটি ভিডিও-র পর এবার সেনা জওয়ানের ভিডিও ঘিরে আলোড়ন পড়েছে।
ভিডিওতে এবার সিনিয়রদের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ সেনা জওয়ানের
ABP Ananda, web desk
Updated at:
13 Jan 2017 11:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -