বালিয়া (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশের বালিয়া জেলার গোটা মেডাওয়ার কালা গ্রাম। বালিয়া ও গাজিপুরের সীমান্তে ছোট্ট জনপদ।


শুক্রবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ছিল স্থানীয় মানুষজন। গ্রামের মেয়ের পরিণতির জন্য দায়ী যারা, তাদের নিয়ে শীর্ষ আদালত ঠিক কী রায় দিল, তা জানার অপেক্ষায় ছিলেন বাসিন্দারা।


নির্ভয়াকাণ্ডে এদিন চার দোষী সাব্যস্তের ফাঁসির সাজা বহাল রাখে সর্বোচ্চ আদালত। রায় প্রকাশ হতেই আনন্দে মেতে ওঠেন তাঁরা। সকলেই ঈশ্বরকে ধন্যবাদ জানান। স্থানীয় শিবমন্দিরে বিশেষ পুজোর আয়োজন শুরু করা হয়। সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।


আগামী ১০ মে জন্মদিন। বেঁচে থাকলে আজ ২৮ বছরের হতেন জ্যোতি সিংহ, সারা দেশ যাঁকে নির্ভয়া নামেই চেনে। নির্ভয়া—যার অর্থ ভয়হীন। ২০১২ সালের ১৬ ডিসেম্বরের রাতে রাজধানীতে ছয় নরপিশাচের হাতে লুণ্ঠিত হন প্যারামেডিক ছাত্রী নির্ভয়া।


এদিন নির্ভয়ার ঠাকুর্দা লালজি সিংহ আশা প্রকাশ করেন, এই রায়ের ফলে অন্য মেয়েরা অনেক সুরক্ষিত মনে করবেন নিজেদের। পাশাপাশি, নির্ভয়ার মায়ের মতো তিনিও নাবালকের শাস্তির দাবি চেয়ে পুনর্বিবেচনার আর্জি জানান।