নয়াদিল্লি ও মুম্বই:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শপথগ্রহণ বক্তৃতায় ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’-র যে বার্তা দিয়েছিলেন, তাতে মার্কিনবাসী ভারতীয়দের মধ্যে যথেষ্ট ভীতি সৃষ্টি করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ট্রাম্পের ওই ঘোষণার পর থেকে প্রবাসী ভারতীয়দের মধ্যে এখানকার বিভিন্ন কনসাল্টেন্সি সংস্থার সঙ্গে যোগাযোগের পরিমাণ বেড়ে গেছে। সেখানকার মতোই বা ওই একই ধরনের চাকরির সন্ধানে খোঁজখবর শুরু করেছেন প্রবাসী ভারতীয়রা। বিভিন্ন নিয়োগ সংস্থা যেমন বিটিআই কনসাল্ট্যান্ট, আরজিএফ এক্সিকিউটিভ সার্চ, ট্রান্সসার্চ, দ্য হেড হান্টারস এবং অ্যানটাল ইন্টারন্যাশনালের তরফে জানানো হয়েছে, সেখানে গত কয়েক সপ্তাহে মার্কিনবাসী ভারতীয়দের মধ্যে দেশে চাকরির সংক্রান্ত খোঁজ খবর নেওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। প্রসঙ্গত, কয়েক মাস আগেও এই সংক্রান্ত কোনও খোঁজখবরই তেমন নেওয়া হত না। সংস্থাগুলোর ধারণা আগামী কয়েকমাসে এই সংক্রান্ত অনুসন্ধানের সংখ্যা আরও বেড়ে যাবে। ওই সংস্থাগুলোর সঙ্গে কথা বলে জানা গিয়েছে মূলত প্রজেক্ট ম্যানেজার স্তরে যাঁরা কাজ করেন তাঁদের থেকেই এই ফোনগুলো বেশি আসছে। কারণ, তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে তিন বছর কাটিয়ে ফেলেছেন, আর এরপরই এইচ ওয়ান বি ভিসার সাহায্যে একজনের মার্কিন মুলুকে থাকার সময় এক্সটেন্ড করা হয়। কিন্তু ভিসা সংক্রান্ত নীতি পরিবর্তন হওয়ায় শঙ্কিত মার্কিনবাসী ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা। এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞমহলের দাবি, অন্তত বছর খানেকের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মী নিয়োগের প্রক্রিয়া কিছুটা হলেও ধাক্কা খাবে।