হ্যাঁ, ইডলি, দোসা ভোজী তামিলনাড়ু এভাবেই মজেছে বিরিয়ানির গন্ধে। এই প্রচণ্ড গরমে টক দই আর ভাত অনেক বেশি স্বাভাবিক আর স্বাস্থ্যকর হত ঠিকই কিন্তু স্বাস্থ্যের কথা আর কেই বা অতশত ভাবে। রাজনৈতিক দলগুলো তো স্পষ্ট জানাচ্ছে, দই ভাত বিলি করে দেখুন, আপনার জনসভা খাঁ খাঁ করবে। তা ছাড়া ওই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে ভাতে সম্বর আর আচার মেশাবেনই বা কী করে? তার থেকে বিরিয়ানি অনেক সোজাসাপটা, প্যাকেট খোল আর চামচ দিয়ে খাও, কোনও ঝঞ্ঝাট নেই। তামিলনাড়ুর বিরিয়ানির দোকানগুলোর তো একেবারে পোয়াবারো। ১০০০ কেজি বিরিয়ানিতে তারা চিকেনে দর হেঁকেছে ৮০,০০০ টাকা আর মাটনে পুরো একলাখ। তবে সিপিআই, সিপিএমই হোক বা বিজেপি, কংগ্রেস, ডিএমকে, এআইএডিএমকে- বিরিয়ানির দাম মেটানোর সময় বুর্জোয়া, প্রোলেতারিয়েত- কোনও দলকেই বিশেষ দেখতে পাওয়া যায় না। জয়ললিতার দল তো আরও ভাল, দোকানি খাবারের দাম চাইলে তারা সোজা আম্মার কাছে যাওয়ার পরামর্শ দেয়।
তামিলনাড়ুতে ভোটের দাম এবার বিরিয়ানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 May 2016 03:38 AM (IST)
চেন্নাই: বিরিয়ানি খাও, ভোট দিয়ে যাও। অবাক লাগলেও সত্যি, তামিলনাড়ুতে ভোটের জমায়েতগুলো ম ম করছে মাটন চিকেনের গন্ধে। নিছক কৌতূহল মেটাতে কোনও মিটিং মিছিলে উঁকি মারুন, আপনার হাতে তখনই উঠে আসবে এক কেজি থেকে ৫০০ গ্রামের বিরিয়ানির প্যাকেট। আবদার একটাই, ভোটটা কিন্তু দিতে হবে দাদা।
হ্যাঁ, ইডলি, দোসা ভোজী তামিলনাড়ু এভাবেই মজেছে বিরিয়ানির গন্ধে। এই প্রচণ্ড গরমে টক দই আর ভাত অনেক বেশি স্বাভাবিক আর স্বাস্থ্যকর হত ঠিকই কিন্তু স্বাস্থ্যের কথা আর কেই বা অতশত ভাবে। রাজনৈতিক দলগুলো তো স্পষ্ট জানাচ্ছে, দই ভাত বিলি করে দেখুন, আপনার জনসভা খাঁ খাঁ করবে। তা ছাড়া ওই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে ভাতে সম্বর আর আচার মেশাবেনই বা কী করে? তার থেকে বিরিয়ানি অনেক সোজাসাপটা, প্যাকেট খোল আর চামচ দিয়ে খাও, কোনও ঝঞ্ঝাট নেই। তামিলনাড়ুর বিরিয়ানির দোকানগুলোর তো একেবারে পোয়াবারো। ১০০০ কেজি বিরিয়ানিতে তারা চিকেনে দর হেঁকেছে ৮০,০০০ টাকা আর মাটনে পুরো একলাখ। তবে সিপিআই, সিপিএমই হোক বা বিজেপি, কংগ্রেস, ডিএমকে, এআইএডিএমকে- বিরিয়ানির দাম মেটানোর সময় বুর্জোয়া, প্রোলেতারিয়েত- কোনও দলকেই বিশেষ দেখতে পাওয়া যায় না। জয়ললিতার দল তো আরও ভাল, দোকানি খাবারের দাম চাইলে তারা সোজা আম্মার কাছে যাওয়ার পরামর্শ দেয়।
হ্যাঁ, ইডলি, দোসা ভোজী তামিলনাড়ু এভাবেই মজেছে বিরিয়ানির গন্ধে। এই প্রচণ্ড গরমে টক দই আর ভাত অনেক বেশি স্বাভাবিক আর স্বাস্থ্যকর হত ঠিকই কিন্তু স্বাস্থ্যের কথা আর কেই বা অতশত ভাবে। রাজনৈতিক দলগুলো তো স্পষ্ট জানাচ্ছে, দই ভাত বিলি করে দেখুন, আপনার জনসভা খাঁ খাঁ করবে। তা ছাড়া ওই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে ভাতে সম্বর আর আচার মেশাবেনই বা কী করে? তার থেকে বিরিয়ানি অনেক সোজাসাপটা, প্যাকেট খোল আর চামচ দিয়ে খাও, কোনও ঝঞ্ঝাট নেই। তামিলনাড়ুর বিরিয়ানির দোকানগুলোর তো একেবারে পোয়াবারো। ১০০০ কেজি বিরিয়ানিতে তারা চিকেনে দর হেঁকেছে ৮০,০০০ টাকা আর মাটনে পুরো একলাখ। তবে সিপিআই, সিপিএমই হোক বা বিজেপি, কংগ্রেস, ডিএমকে, এআইএডিএমকে- বিরিয়ানির দাম মেটানোর সময় বুর্জোয়া, প্রোলেতারিয়েত- কোনও দলকেই বিশেষ দেখতে পাওয়া যায় না। জয়ললিতার দল তো আরও ভাল, দোকানি খাবারের দাম চাইলে তারা সোজা আম্মার কাছে যাওয়ার পরামর্শ দেয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -