নয়াদিল্লি: ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সম্প্রতি পাকিস্তানি পেসার মহম্মদ আমিরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে আমিরকে খেলা যথেষ্ট কঠিন কাজ। বলিউড তারকা আমির খানের সঙ্গে একটি চ্যাট শো-তে অংশ নিয়ে কোহলি বলেছিলেন, আমির এখন বিশ্বের ২-৩ জন সেরা বোলারের মধ্য একজন। তাঁকে খেলাটা যথেষ্ট কঠিন। নিজের কেরিয়ারে আমিরকে খেলাই তাঁর কাছে কঠিন হয়েছে বলে জানান কোহলি। তিনি বলেছেন, আমিরকে খেলার সময় সদা সতর্ক থাকতে হয়। ও অসাধারণ বোলার।

এর আগে আমিরও কোহলির প্রশংসা করেছেন। সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে আমির কোহলিকে অসাধারণ ব্যাটসম্যান বলে অভিহিত করেছিলেন। আরও একবার কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন আমির। কোহলির প্রশংসা করতে গিয়ে ঘুরিয়ে অন্য ভারতীয় ব্যাটসম্যানদের খোঁচাও দিলেন আমির। তিনি বলেছেন, প্রত্যেকেই জান যে, কোহলিকে আউট করা মানেই ভারতের জয়ের সুযোগ ৫০ শতাংশ কমে যায়। ও ক্রিজে থাকলে ভারতের জয়ের সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ থাকে।

রান তাড়া করার ক্ষেত্রে কোহলিই সবচেয়ে সেরা ব্যাটসম্যান বলে মনে করেন আমির। তিনি বলেছেন, রান তাড়া করার ক্ষেত্রে কোহলির রেকর্ডটা দেখলেই এ কথা বোঝা যাবে। শুধু রান তাড়া নয়, চাপের মুখেও দুর্দান্ত খেলে কোহলি।

উল্লেখ্য, গত বছর টি ২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচেক সময় আমিরকে ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি।

গত বছর এশিয়া কাপের আগে কোহলি বলেছিলেন, আমিরকে ক্রিকেটে ফিরে আসতে দেখে তিনি খুশি। নিজের ভুল বুঝতে পেরে তা সংশোধন করে ফিরে এসেছে আমির। ও সব সময়ই দারুন বোলার।

উল্লেখ্য, ২০১০-এ স্পটফিক্সিং কেলেঙ্কারির জন্য পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল আমিরকে। নিষেধাজ্ঞার মেয়াদের পর ফের পাক দলে ফেরেন ২৫ বছরের পেসার।