মন্দিরে গিয়ে নমাজ পড়ার মতো ভঙ্গিতে বসেছিলেন রাহুল, দাবি যোগী আদিত্যনাথের
ABP Ananda, web desk | 21 Nov 2017 07:39 PM (IST)
নয়াদিল্লি: মন্দিরে কীভাবে বসতে হয়, তাই জানেন না রাহুল গাঁধী। এমনই দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। গুজরাতে নির্বাচনের প্রচারে গিয়ে বিভিন্ন মন্দিরে যাচ্ছেন কংগ্রেস সহ সভাপতি। মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে নরম হিন্দুত্বের কৌশল নিয়ে রাহুল বিজেপির পালের হাওয়া কাড়তে চাইছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। এই অবস্থায় যোগীর দাবি, একটি মন্দিরের পূজারি রাহুলকে বলতে বাধ্য হয়েছিলেন যে, তাঁর বসার ভঙ্গি অনেকটা নমাজ পড়ার মতো। লখনউয়ে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে একটি প্রশ্নের উত্তরে এই দাবি করেছেন যোগী। গেরুয়া বসনধারী মুখ্যমন্ত্রী বলেছেন, ‘রাহুল গুজরাতে বিভিন্ন মন্দিরে যাচ্ছেন। এতে আমি খুশি। কারণ ওঁর মন শুদ্ধ হচ্ছে..কিন্তু আমার হাসি পায় এই ভেবে যে, রাহুল মন্দিরে কীভাবে বসতে হয় তাও জানেন না। যখন রাহুল কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন তখন তিনি এমনভাবে বসেছিলেন যেন নমাজ পড়তে চলেছেন। তখন পূজারি তাঁকে বলেন, এটা মন্দির, মসজিদ নয়’। বিজেপির কট্টর হিন্দুত্ববাদের পোস্টার বয় যোগী বলেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন পূর্বতন ইউপিএ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে, ভগবান রাম ও কৃষ্ণ কাল্পনিক। যোগীর প্রশ্ন, ‘তাঁরা যদি কাল্পনিকই হন, তাহলে রাহুল গাঁধী মন্দিরে মন্দিরে ঘুরছেন কেন?’