নয়াদিল্লি: এবারের বাজেটে মানুষের ওপর চাপতে পারে বাড়তি পরিষেবা করের বোঝা। সূত্রের খবর, বুধবার ‘পরিষেবা কর’ বাড়ানোর ঘোষণা করতে পারেন মোদী সরকারের অর্থমন্ত্রী!
অর্থমন্ত্রক সূত্রে খবর, পণ্য পরিষেবা কর বা জিএসটি-র সঙ্গে সামঞ্জস্য রাখতে পরিষেবা কর ১৫ থেকে বাড়িয়ে ১৬ বা ১৮ শতাংশ করা হতে পারে।
আর পরিষেবা কর বাড়া মানেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা খরচ একধাক্কায় আরও অনেকটাই বেড়ে যাওয়া। মোদী সরকার বাজেটে পরিষেবা কর বাড়ালে হাসপাতালের বিল এক লাফে অনেকটা বেড়ে যাবে। বাড়বে ট্রেন ও বিমানের টিকিটের দাম।
আরও মহার্ঘ হবে মোবাইল পরিষেবা! অর্থাত, মোবাইল ফোনে কথা বললে বা কিংবা মোবাইলে ইন্টারনেট করলে আপনাকে বাড়তি মাসুল গুণতে হবে।
সপ্তাহান্তে আত্মীয়দের নিয়ে রেস্তোরাঁয় খাওয়ার জন্য খরচ হবে আরও বেশি!
বাড়বে কেবল বা ডিটিএইচ-এর বিল। পছন্দের চ্যানেল দেখতে দিতে হবে বাড়তি টাকা।
হলে গিয়ে সিনেমা দেখার জন্যও বাড়তি খরচ করতে হবে।
বিউটি পার্লারেও গুণতে হবে বেশি টাকা।
গত বছরের বাজেটে পরিষেবা কর বাড়িয়ে ১৪ শতাংশ করেছিল মোদী সরকার। তার সঙ্গে জুড়েছিল ০ দশমিক ৫ শতাংশ স্বচ্ছ ভারত সেস এবং ০ দশমিক ৫ শতাংশ কৃষি কল্যাণ সেস।
সব মিলিয়ে এখন পরিষেবা কর দিতে হয়, ১৫ শতাংশ হারে। এরপর যদি ফের বাজেটেও পরিষেবা কর বাড়ে, তাহলে সরস্বতী পুজোর দিন মধ্যবিত্তের লক্ষ্মী-চিন্তা আরও বাড়বে!
এবারের বাজেটে ‘পরিষেবা কর’ বাড়াচ্ছেন অর্থমন্ত্রী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2017 06:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -