লখনউ: সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরের নামে এবার 'রামজি' ঢোকানোর সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার। সমস্ত সরকারি কাজকর্মে অম্বেডকরের নামের মধ্যভাগে 'রামজি' রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল পাশ হয়েছে এই নির্দেশ, রাজ্যপাল সম্মতিও দিয়েছেন। সার্কুলারে বলা হয়েছে, সংবিধানের অষ্টম ধারা মেনে সরকারি যাবতীয় তথ্যে এবার থেকে অম্বেডকরের আসল নাম ব্যবহৃত হবে। ফলে এখন থেকে ভীমরাও অম্বেডকরের বদলে দেখা যাবে ভীমরাও রামজি অম্বেডকরকে।

তা ছাড়া নামের হিন্দি বানানও পাল্টে ফেলা হচ্ছে। হিন্দিতে এবার থেকে অম্বেডকর শব্দটি উচ্চারিত হবে আম্বেডকর। রাজ্যপাল রাম নায়েকের অনুরোধে নামের বানান পাল্টানো হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লেখেন তিনি। অম্বেডকরের বাবার নাম ছিল রামজি, সেইমত সংবিধান প্রণেতার নামের মধ্যভাগে ঢুকিয়ে দেওয়া হয়েছে শব্দটি।