পছন্দের পাত্রকে বিয়ে করতে নারাজ, মেয়েকে ছুরি মেরে খালে! গ্রেফতার বাবা, ভাই
Web Desk, ABP Ananda | 17 Jun 2019 06:07 PM (IST)
মেয়েটি পাকস্থলী, মুখে আঘাত পেলেও সাঁতরে পাশের গ্রামে চলে যায়, সেখানকার লোকজনকে ঘটনাটি জানালে তারা পুলিশকে জানায়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটিকে।
ফাইল ছবি
সাহজাহানপুর (উত্তরপ্রদেশ): তাদের পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ১৫ বছরের মেয়েকে ছুরি মেরে খালে ফেলে দেওয়ার অভিযোগ বাবা, ভাইয়ের বিরুদ্ধে। সোমবার এ ঘটনার কথা জানাল সাহজাহানপুর পুলিশ। শহরের পুলিশ সুপার দীনেশ ত্রিপাঠি জানান, মেয়েটির বাবা, ভাইকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারের ঘটনাটি লখিমপুর এলাকায় আসমানি ব্রিজ এলাকার। মেয়েটি পাকস্থলী, মুখে আঘাত পেলেও সাঁতরে পাশের গ্রামে চলে যায়, সেখানকার লোকজনকে ঘটনাটি জানালে তারা পুলিশকে জানায়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটিকে। সে পুলিশকে জানিয়েছে, জনৈক আত্মীয়কে সে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার অভিভাবকরা অন্যত্র তার বিয়ে ঠিক করেন।