‘স্ক্যাম’ মানে সমাজবাদী, কংগ্রেস, অখিলেশ, মায়াবতী- উত্তরপ্রদেশ ভোটপ্রচারে আক্রমণ মোদীর
ABP Ananda, Web Desk | 04 Feb 2017 04:25 PM (IST)
মীরাট: এই নির্বাচনে বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে ‘স্ক্যাম’-এর বিরুদ্ধে। অর্থাৎ সমাজবাদী, কংগ্রেস, অখিলেশ ও মায়াবতী। মীরাটে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্য করলেন। জনতার উদ্দেশে প্রধানমন্ত্রীর মন্তব্য, যদি তাঁরা এই ‘স্ক্যাম’-কে দূর করতে না পারেন, উত্তরপ্রদেশে আচ্ছে দিন আসবে না। ‘স্ক্যাম’-এর সদস্যরা রাজ্যবাসীর পাশে দাঁড়াতে চায় না, তারা চায় শুধু নিজেদের গদি বাঁচাতে। ঘণ্টাখানেকের ভাষণে মোদী দাবি করেছেন, উত্তরপ্রদেশে গরিবির বিরুদ্ধে লড়াই চালাতে চান তিনি, যে শাসক সম্প্রদায় রাজ্যের উন্নয়নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তাদের উৎখাত করতে চান। তাঁর কথায়, মীরাটের পবিত্র ভূমি থেকে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল। সে সময় যুদ্ধ ছিল ব্রিটিশের বিরুদ্ধে। তিনিও এই মীরাট থেকে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশকে দু’হাত ভরে দিতে চায় কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের উন্নয়নের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন সমাজবাদী পার্টিকে আক্রমণ করে তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বজনপোষণের জেরে শুধু খুনি ও গুণ্ডাদের বাড়বাড়ন্ত হয়েছে এ রাজ্যে। ক্ষমতায় এলে আখচাষীদের যাবতীয় পাওনা ১৪দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।