উত্তরপ্রদেশের মির্জাপুরে ফরাসি পর্যটকদের ওপর হামলা, শ্লীলতাহানি, গ্রেফতার ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Dec 2017 09:00 AM (IST)
মির্জাপুর: উত্তরপ্রদেশে ফের আক্রান্ত বিদেশি পর্যটক। মির্জাপুরের আরাউরা এলাকায় একদল ফরাসি পর্যটকের ওপর হামলা হয়েছে, মহিলাদের শ্লীলতাহানি ঘটেছে বলে অভিযোগ। একদল স্থানীয় তরুণ ঘটিয়েছে এই ঘটনা। পুলিশ অভিযুক্তদের ৪ জনকে গ্রেফতার করেছে। মির্জাপুর সফররত ১১ জন ফরাসি পর্যটকের সঙ্গে ছিলেন রিয়া দত্ত নামে জনৈক ভারতীয়। তিনি জানিয়েছেন, রাস্তায় আচমকা স্থানীয় কয়েকজন তরুণ বিদেশিদের গালাগালি দেয়, লাঠি দিয়ে মারতে থাকে। তিনি তাদের থামাতে চেষ্টা করলে তাঁর ওপরেও চড়াও হয় তারা। বিদেশিদের মারধর করার জন্য তারা আরও লোক ডাকে। নিজেদের বাঁচাতে তাঁরাও হাত চালাতে বাধ্য হন। পর্যটকদের একজন এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন। আহত পর্যটকদের মির্জাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। [embed]https://twitter.com/ANINewsUP/status/939889808914055168[/embed] ২৬ অক্টোবর ফতেপুর সিক্রিতে এক সুইস দম্পতির ওপর স্থানীয়রা হামলা করে। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিমন্ত্রী কে জে আলফোন্স রিপোর্ট চান রাজ্য সরকারের কাছ থেকে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার তীব্র নিন্দা করে তদন্তের নির্দেশ দেন।