শ্লীলতাহানির প্রতিবাদ করায় মৈনপুরীতে মহিলাকে প্রকাশ্য বাজারে লাঠিপেটা করল দুষ্কৃতীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2016 02:19 PM (IST)
লখনউ: উত্তরপ্রদেশের মৈনপুরী বাজারে কয়েকশো লোকের সামনে এক মহিলাকে শ্লীলতাহানি করে দুই ব্যক্তি। প্রকাশ্যে শ্লীলতাহানির প্রতিবাদ করায় সেই মহিলাকে, তাঁর ছোট মেয়ের সামনে লাঠি দিয়ে বেধড়ক মেরে রক্তাক্ত করে দিল সেই দুষ্কৃতীরা। আশ্চর্যজনক ভাবে সেই মহিলাকে কেউ এগিয়ে এসে সাহায্য পর্যন্ত করেনি। ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করে বাজারের আমজনতা। মৈনপুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিংহ যাদবের বাড়ির জায়গা। সেখানেই এই জঘন্য ঘটনাটি ঘটেছে। দুই সন্তানের মা, সেই মহিলা দুই ব্যক্তিকে এক জায়গায় যাওয়ার ঠিকানা জিজ্ঞাসা করেন। ঠিকানা বলার বদলে মহিলার দোপাট্টা ধরে টান দেয় অভিযুক্ত ব্যক্তিরা। তারপর তাঁকে পিছন থেক জাপটে ধরে। গত সোমবার ঘটনাটি ঘটে। লখনউ থেকে ২০০ কিমি দূরত্বে মৈনপুরী বাজারে এই ঘৃণ্য ঘটনাটি ঘটে। অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে একজন মহিলাকে অবিরাম লাঠি দিয়ে মারতে থাকে। এমনকি তিনি রক্তাক্ত হয়ে গেলেও থামেনি। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে, ওই মহিলা হুমকি দেন, দুই অভিযুক্তকে গ্রেফতার না করলে, তিনি আত্মহত্যা করবেন। পুলিশ সূত্রে খবর, ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আর এক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। এরজন্যে পুলিশের একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। ভিডিওতে দেখুন সেদিনের ঘটনাটি