‘মত যাও’, বাড়ির বাইরে বেরতে উদ্যত বাবাকে প্রধানমন্ত্রীর আবেদন মনে করিয়ে আটকাল একরত্তি মেয়ে, ভাইরাল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2020 02:28 PM (IST)
অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু সোশ্যাল মিডিয়ায় সেই খুদের ভিডিও পোস্ট করেন।
নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনতাকে ২১ দিন স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আবেদন করছেন। এমন জরুরি পরিস্থিতিতে তুমিও বাড়ির বাইরে যেও না... কথাগুলো অরুণাচলপ্রদেশের একরত্তি এক মেয়ের। লকডাউনের মাঝে তার বাবা বাড়ি থেকে বেরতে যাচ্ছিল। যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে খুদে কন্যা। দরজার কাছে দাঁড়িয়ে বাবাকে বাড়ি থেকে বেরতে নিষেধ করে সে। মনে করিয়ে দেয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউনই একমাত্র দাওয়াই। আর সেটা ভেঙে বাড়ির বাইরে বেরলে সেটা হবে সকলের জন্যই অন্যায়। অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু সোশ্যাল মিডিয়ায় সেই খুদের ভিডিও পোস্ট করেন। ১৫ সেকেন্ডের সেই ভিডিওতে মেয়েটিকে দেখা যায় দুহাত দিয়ে বাড়ির সদর দরজা আটকে দাঁড়িয়ে থাকতে। তাকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। মত যাও। তুমিও বেরিও না।’ ভিডিওটি শেয়ার করে খান্ডু লেখেন, ‘বাবা অফিসে যেতে চাওয়ায় মেয়ের কী প্রতিক্রিয়া দেখুন। দরজা আটকে সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদন মনে করিয়ে দিচ্ছে। করোনা প্রতিরোধে লকডাউনের গুরুত্ব অরুণাচলের এই খুদের চেয়ে ভাল আর কে বুঝেছে।’ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। লাফিয়ে লাফিয়ে বেড়েছে লাইক ও রিট্যুইটের সংখ্যা।