উত্তরপ্রদেশে ১৪ জন মিলে দুই মহিলার শ্লীলতাহানি, ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট
Web Desk, ABP Ananda | 28 May 2017 01:56 PM (IST)
লখনউ: পশ্চিম উত্তরপ্রদেশের রামপুরে প্রকাশ্য রাস্তায় ১৪ জন মিলে দুই মহিলার শ্লীলতাহানি করল। তারাই আবার সেই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল। সেই ভিডিও দেখে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে টান্ডা থানার পুলিশ। শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। রামপুরের পুলিশ সুপার বলেছেন, ওই ভিডিওতে শ্লীলতাহানির শিকার হওয়া মহিলাদের পরিচয় জানা যায়নি। তবে অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করার পর জেরা চলছে। বাকিদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সরু রাস্তায় ওই দুই মহিলার পথ আটকেছে মোটরবাইক নিয়ে আসা যুবকরা। তারা ওই দুই মহিলার শ্লীলতাহানি করছে। তাদের হাত থেকে বাঁচার জন্য চিৎকার করছেন, পালানোর চেষ্টা করছেন মহিলারা। এই ঘটনা কবে ঘটেছে, সেটা অবশ্য জানা যায়নি।