নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করাই এই মুহূর্তে দেশের অগ্রাধিকার। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংহ। ভিডিও কনফারেন্সে জম্মু-কাশ্মীর 'জন সম্বাদ র‌্যালি'তে বক্তব্য রাখতে গিয়ে সিংহ বলেছেন, উত্তর-পূর্বের (এনডিএ শাসিত) রাজ্যগুলির মতোই জম্নু-কাশ্মীর ও লাদাখকে প্রাপ্য গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


কেন্দ্রীয় বলেছেন, 'উত্তর-পূর্বের (এনডিএ শাসিত) রাজ্যগুলির মতোই জম্মু-কাশ্মীর ও লাদাখকে যথাযথ গুরুত্ব দিতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কী ঘটতে চলেছে, তা কেউ কল্পনা করতে পারেন না। পাক অধিকৃত কাশ্মীরকে ভারতীয় প্রজাতন্ত্রের অংশ করা এবং মহারাজা হরি সিংহ তা যেভাবে আমাদের দিয়েছিলেন, তা ফিরিয়ে আনাই অগ্রাধিকারের তালিকায় রয়েছে'।

জনসংঘের প্রয়াত প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগের প্রসঙ্গও সিংহর ভাষণে উঠে আসে। তিনি বলেন যে, ৩৭০ ধারার অবলুপ্তি বছরের পর বছর ধরে বিজেপি কর্মীদের 'আত্মত্যাগ ও ৬৮ বছরের লড়াইয়ের সমধুর প্রতিফল'।

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, একাত্মকরণের কাজ শুরু হয়েছে এবং জম্মু ও কাশ্মীরে তোষণের পর্ব অবলুপ্তির পথে।

ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুশতবার্ষিকী উপলক্ষ্যে সিংহ বলেছেন, চেন্নাই-নাসারি সুড়ঙ্গের নতুন নামকরণ দেশের প্রতি তাঁর অবদানের যোগ্য শ্রদ্ধার্ঘ।