নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেশন বা সিবিডিটি জানিয়ে দিল পূর্বনির্ধারিত ৩১ জুলাই-ই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন, আর দিন বাড়ানো হচ্ছে না। গতকাল সংবাদমাধ্যমে শোনা যায়, কেন্দ্র রিটার্ন জমা দেওয়ার জন্য আরও সময় দেওয়ার কথা ভাবছে। সেই জল্পনা উড়িয়ে সিবিডিটি জানাল, তাদের কাছে এমন কোনও প্রস্তাব নেই।
৩১ তারিখ অর্থাৎ পরশুর মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলার জন্য করদাতাদের অনুরোধ করেছে তারা।
এর আগে অর্থ মন্ত্রকের জনৈক বরিষ্ঠ আমলা সংবাদপত্রকে জানান, এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে করদাতারা নানা নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন, তা কেন্দ্র ৩১ তারিখের সময়সীমা আরও কদিন বাড়ানোর কথা ভাবছে। কিন্তু সিবিডিটির কথায় যাবতীয় জল্পনা শেষ হয়ে গেল।
শেষ দিন ৩১ তারিখ, আয়কর রিটার্ন জমা দেওয়ার দিন বাড়ানো হচ্ছে না, জানাল সিবিডিটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2017 03:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -