সদ্য ঘটে যাওয়া উত্তরাখণ্ড পুলিশের ঘোড়া শক্তিমান-এর মৃত্যুর পাশাপাশি জন্তু-জানোয়ারদের ওপর নৃশংস আচরণের নানা নজিরের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রককে এ ব্যাপারে চিঠি লিখেছেন কংগ্রেসের শশী থারুর, বিজেডির বৈজয়ন্ত জয় পান্ডা ও বিজেপির সত্যপাল সিংহ। তাঁদের সুপারিশ, জরিমানা বাড়ানো হোক।
এ ব্যাপারে একটি পশু-অধিকার রক্ষা সংগঠনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জন্তু-জানোয়ারদের প্রতি হিংস্র আচরণ করলে ন্যূনতম সাজা হয় ১০ টাকা! সর্বোচ্চ ৫০ টাকা। ১৯৬০ সালে চালু হওয়া এই আইনে আজ পর্যন্ত কোনও অদলবদল হয়নি। সংগঠনটি এও জানিয়েছে, তারা ও পিপল ফর অ্যানিম্যালস সংগঠন এ ব্যাপারে প্রচার শুরু করেছে। তার পরই উদ্যোগী হয়ে চিঠি দিলেন এমপিরা। থারুরকে উদ্ধৃত করে সংগঠনটি বলেছে, জরিমানার অঙ্কটি খুবই কম। মুদ্রাস্ফীতি ও অন্যান্য আর্থ-সামাজিক বদল হওয়া সত্ত্বেও এতে কোনও বদল হয়নি। গত চার দশকে তা খতিয়েও দেখা হয়নি। আশা করি, ১৯৬০ সালের ওই আইনে সামান্য অদলবদল করে বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত পদক্ষেপ করা হবে।