Independence Day 2020 LIVE: শুরু জাতীয় ডিজিটাল হেলথ মিশন, প্রত্যেক ভারতীয়র কাছে থাকবে স্বাস্থ্য সম্পর্কিত নিজস্ব আইডি, থাকবে রোগ সম্পর্কিত সব তথ্য,ঘোষণা প্রধানমন্ত্রীর

এই নিয়ে টানা সপ্তমবার লালকেল্লার প্রাচীর থেকে স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Aug 2020 09:53 AM
‘এলওসি থেকে এলএসি, ভারতের দিকে যে চোখ তুলেছে, সে জবাব পেয়েছে, নাম না করে লাদাখে চিনা আগ্রাসন নিয়ে লালকেল্লা থেকে বেজিংকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর ঘোষণা, ‘ জাতীয় ডিজিটাল হেলথ মিশন আজ থেকে শুরু হচ্ছে।
প্রত্যেক ভারতীয়র কাছে থাকবে স্বাস্থ্য সম্পর্কিত আইডি।
‘এক আইডি-তে থাকবে আপনার রোগ সম্পর্কিত সব তথ্য।
কোন চিকিত্সককে দেখিয়েছেন, পরীক্ষার রিপোর্ট, সব থাকবে আইডি-তে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ সুসংহত পরিকাঠামো উন্নয়নের পথে হাঁটবে ভারত।
বহুমুখী পরিকাঠামো উন্নয়ন হবে লক্ষ্য।
দেশের সমুদ্রের তীরবর্তী এলাকায় চার লেনের হাইওয়ে তৈরি হবে।
‘বিকাশে ভারসাম্য থাকলে তবেই হবে আত্মনির্ভর উন্নয়ন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ বিকাশে ভারসাম্য থাকলে তবেই হবে আত্মনির্ভর উন্নয়ন’
‘দেশের পিছিয়ে থাকা ১১০টি জেলাকে চিহ্নিত করে, এগিয়ে নিয়ে যাওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ ভারতে তিন ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে।
‘সবচেয়ে কম দামে কীভাবে ওই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে, তাও চূড়ান্ত।
তিনটি ভ্যাকসিনের পরীক্ষা আছে আলাদা আলাদা স্তরে।
সবুজ সঙ্কেত পাওয়া মাত্রই গণ উত্পাদনে প্রস্তুত ভারত।’
‘ ভারতের হাতে থাকা ১৩০০ দ্বীপের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটিতে হবে উন্নয়ন।
‘আন্দামানের পর আগামী ১ হাজার দিনের মধ্যে সুপারফাস্ট ইন্টারনেট পাবে লাক্ষাদ্বীপ’, ঘোষণা প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী বলেছেন,‘ সীমান্ত ও উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে এনসিসি-র ১ লক্ষ ক্যাডেট নিয়োগ।‘এঁদের মধ্যে এক-তৃতীয়াংশ জায়গা তরুণীদের।এঁদের প্রশিক্ষিত করবে সেনা, নৌ সেনা ও বায়ুসেনা।’

প্রধানমন্ত্রী বলেছেন, ‘ গরিবদের জনধন অ্যাকাউন্টে লাখ টাকা আসবে, কে ভেবেছিলেন?’‘অত্যাবশ্যকীয় পণ্য আইন উঠে যাবে, কে ভেবেছিলেন?
‘ এক দেশ এক কর, ব্যাঙ্ক সংযুক্তিকরণের মতো পরিবর্তন দেখছে দুনিয়া।’

প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের কন্যাদের বিয়ের ন্যুনতম বয়স পুণর্বিবেচনার জন্য জন্য আমরা কমিটি গঠন করেছি।কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব।

প্রধানমন্ত্রী বলেছেন, মহিলারা যখন সুযোগ পেয়েছেন, তখন দেশকে গর্বিত ও শক্তিশালী করেছেন। এখন দেশ মহিলাদের স্বনিযুক্ত ও নিয়োগের ক্ষেত্রে মহিলাদের সমতার ভিত্তিতে সুযোগ দিতে সংকল্পবদ্ধ। এখন মহিলারা কয়লা খনিতে কাজ করছেন, আমাদের কন্যারা যুদ্ধবিমান চালিকে আকাশ স্পর্শ করছেন।
মোদি বলেছেন, আত্মনির্ভর, আধুনিক সম্বৃদ্ধ ভারত গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য আমরা তিন দশক পর নয়া শিক্ষানীতি এনেছি এবং সারা দেশজুড়ে সেই নীতি স্বাগত জানানো হয়েছে, যা নয়া আত্মবিশ্বাসের সঞ্চার করেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৪-র আগে হাতে গোনা কিছু গ্রাম পঞ্চায়েত অপলিক্যাল ফাইবারের সঙ্গে সংযুক্ত ছিল। গত পাঁচ বছরে দেড় লক্ষ গ্রাম পঞ্চায়েতকে অপটিক্যাল ফাইবারের সঙ্গে সংযু্ক্ত করা হয়েছে। আগামী ১০০০ দিনে দেশের প্রত্যেক গ্রাম অপটিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত হবে।
আজ বৃহত্ কোম্পানিগুলি ভারতের প্রতি আগ্রহ দেখাচ্চে। ‘মেক ইন ইন্ডিয়া’-র সঙ্গে ‘মেক ফর ওয়ার্ল্ড’ মন্ত্র নিয়েও আমাদের এগোতে হবে।
প্রধানমন্ত্রী বলছেন, আত্মনির্ভর ভারতের অগ্রাধিকার হল আত্মনির্ভর কৃষি ও আত্মনির্ভর কৃষক। দেশের কৃষকদের আধুনির পরিকাঠামো পৌঁছে দিতে ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো তহবিল তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, গত বছর প্রত্যক্ষ বিদেশী লগ্নি ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের নীতি, গণতন্ত্র ও আর্থিক ভিত্তি মজবুত করার কাজ চালিয়ে গিয়েছি। বিশ্ব ভারতের প্রতি তাদের আস্থা দেখিয়েছে।
মোদি বলেছেন, স্বাধীন ভারতের মনোভাব হওয়া উচিত ‘ভোকাল ফর লোকাল’। আমাদের স্থানীয় পণ্যকে উত্সাহ দিতে হবে। তা না হলে আমাদের পণ্যগুলি আরও ভালো হয়ে ওঠার সুযোগ পাবে না ও উত্সাহ পাবে না।
প্রধানমন্ত্রী বলেছেন, কয়েক মাস আগে আমাদের এন-৯৫ মাস্ক, পিপিই কিট, ভেন্টিলেটর আমদানি করতে হত। এখন এক্ষেত্রে ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোই নয়, অন্য দেশগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, আমি জানি যে, আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে প্রচুর চ্যালেঞ্জ রয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চ্যালেঞ্জও বাড়ে। কিন্তু যদি হাজার চ্যালেঞ্জ থাকে, তাহলে কোটি সমাধান দেওয়ার ক্ষমতাও রয়েছে। আমাদের দেশের মানুষ আমাদের এই সমাধানের শক্তি জুগিয়েছেন।


মোদি বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে আত্মনির্ভর হওয়ার এই স্বপ্ন সফল করে তুলবে ভারত। দেশের নাগরিকদের দক্ষতা, আত্মবিশ্বাস, ও সম্ভাবনা সম্পর্কে আমার দৃঢ় প্রত্যয় রয়েছে। আমরা কিছু করব স্থির করলে লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত বিশ্রাম নিই না।

কোভিড ১০ অতিমারীজনিত সংকটের মধ্যেই ১৩০ কোটি ভারতীয় স্বনির্ভরতা ও আত্মনির্ভর ভারতের সংকল্প গ্রহণ করেছেন। এই স্বপ্ন এখন অঙ্গীকারে পরিণত হয়েছে। আজ ১৩০ কোটি ভারতীয়র কাছে আত্মনির্ভর ভারত মন্ত্র হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ স্বাধীনতা অর্জনের পিছনে আছে অসংখ্য বীরের অবদান।
পরাধীনতার সময় ভারতের আত্মাকে আহত করার চেষ্টা হয়েছে।
ভারতের স্বাধীনতা আন্দোলন দুনিয়ার কাছেও প্রেরণা।
১৩০ কোটি দেশবাসীর সঙ্কল্প আত্মনির্ভর হওয়ার প্রেরণা।
আজ দেশবাসীর কাছে আত্মনির্ভরতা, মন্ত্র হয়ে দাঁড়িয়েছে।
‘নিজের পায়ে ভারতের দাঁড়ানো, অনিবার্য ঘটনা।
দেশের নাগরিকদের প্রতিভা নিয়ে আমি গর্বিত।
আত্মনির্ভরতার জন্য উপযুক্ত হতে হবে আমাদের।
আজকের এই দিন স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের দিন। সেই সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করতে সেনা, আধা সেনা ও পুলিশ সব সুরক্ষা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা নিবেদনের দিনও আজ।
মোদি বলেছেন, ‘ ভারতের বিভিন্ন এলাকায় ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়।
এইসব বিপর্যয়ের মোকাবিলায় রাজ্যের সঙ্গে কাঁধ মিলিয়ে আছে কেন্দ্রও।
‘আজ নতুন সঙ্কল্প নেওয়া, নতুন প্রেরণা অর্জনের দিন।
আগামী বার স্বাধীনতার ৭৫ বছর।
‘ আগামী ২ বছর বড় সঙ্কল্প নেওয়ার দিন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ অনেকে করোনা-সঙ্কটে প্রভাবিত হয়েছেন।
অনেক পরিবার তাদের স্বজনদের হারিয়েছে।সেই সব পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিশেষ একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।
পরিবর্তিত পরিস্থিতিতে করোনা সবাইকে আটকাচ্ছে।
‘অন্যবারের মতো এবার ছোট বাচ্চাদের সামনে দেখছি না।
কোভিড যোদ্ধাদের প্রণাম জানাই। সেবা পরম ধর্ম মন্ত্রে কাজ করে চলছেন এবং মানুষের সেবা করছেন করোনা যোদ্ধারা। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই’।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ সমস্ত দেশবাসীকে শুভকামনা ও অভিনন্দন।
স্বাধীন ভারতে আজ আমরা নিঃশ্বাস নিচ্ছি।
স্বাধীনতাসংগ্রামী ও শহিদদের প্রণাম জানাই।
দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত সবাইকে প্রণাম।
শ্রী অরবিন্দর জন্মজয়ন্তীকে তাঁকেও স্মরণ করছি।’
লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী।
রাজঘাট থেকে লালকেল্লায় এসে গার্ড অফ অনার পরিদর্শণ প্রধানমন্ত্রীর। খুব শীঘ্রই জাতীয় পতাকা উত্তোলন।
রাজঘাটে জাতির জনক মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ  ৭৪ তম স্বাধীনতা দিবস। লালকেল্লা থেকে পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সাতটা আঠারো নাগাদ লালকেল্লায় পৌঁছবেন নরেন্দ্র মোদি। তাঁকে জানানো হবে গার্ড অফ অনার। অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী, প্রতিরক্ষা সচিব-সহ দিল্লি প্রশাসনের বিশিষ্টরা।

এই নিয়ে টানা সপ্তমবার লালকেল্লার প্রাচীর থেকে স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদি। করোনাভাইরাস অতিমারীর আবহে এবার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান কিছুটা অন্যরকম। ৮০০-র পরিবর্তে ১০০ অতিথিই ওপরে বসতে পারবেন। করোনা সংক্রান্ত প্রোটোকল মেনেই এবারর স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান আয়োজন। এ জন্য লালকেল্লায় উপস্থিত প্রধানমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের মাস্ক পরা অবস্থায় দেখা যাবে।

অনুষ্ঠান শুরুর আগে রাজঘাটে জাতির জনক মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী।  সকাল ৭.০৬ টা নাগাদ রাজঘাটে পৌঁছবেন প্রধানমন্ত্রী।  ৮ মিনিট সেখানে থাকার পর ৭.১৪ টায় লালকেল্লার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। লালকেল্লায় পৌঁছবেন ৭.১৮ টায়।  সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলনের  পর জাতির উদ্দেশে তাঁর ভাষণ শুরু হবে।

প্রধানমন্ত্রী দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভকামনা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.