শ্রীনগর:  স্বাধীনতা দিবস উপলক্ষে কাশ্মীর উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল। শুধুমাত্র বিএসএএল ল্যান্ডলাইন চালু রয়েছে উপত্যকায়। স্বাধীনতা দিবসে কোনওরকমের হামলা এড়াতে, আগে থেকেই তাই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

শ্রীনগরের বক্সী স্টেডিয়ামে কড়া নিরাপত্তার মধ্যে পালন করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। আজ সকাল আটটায় বক্সী স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরুর কিছু আগে সমস্ত মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরিষেবা বন্ধের ফলে আমজনতাও মারাত্মক সমস্যায় পড়েছে বলে জানা গিয়েছে, কারণ তারা কেউই প্রিয়জনের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারছে না।