নয়াদিল্লি: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১২ থেকে ১৮ আগস্ট জাতীয় স্মারকগুলির সামনে ছবি তোলা যাবে না। সমস্ত রাজ্যগুলির কাছে এই মর্মে অ্যাডভাইসরি জারি করল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। স্বাধীনতা দিবস ও ভারত পর্ব উদযাপন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে রাজ্যগুলির কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর হামলার আশঙ্কার ব্যাপারে সতর্কবার্তা পাঠিয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। এর পরিপ্রেক্ষিতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করেছে দিল্লি পুলিশ। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন। লালকেল্লার আশেপাশে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই ঐতিহাসিক সৌধ চত্বরে ও সংলগ্ন প্রায় ৩,১৪০ টি গাছের আশেপাশেও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী নিরাপত্তা বলয় ভেঙে যাতে কোনও ড্রোন ঢুকে পড়তে না পারে সেজন্যও কড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বাধীনতা দিবসের সঙ্গেই পালিত হবে ভারত পর্ব। যা একটি নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান। নাগরিকদের মধ্যে দেশপ্রেম সঞ্চারই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। এই অনুষ্ঠানে দেখা যাবে বিভিন্ন অঞ্চলের শিল্পীদের পাশাপাশি দেশের সশস্ত্র বাহিনীর ব্যান্ডের পারফরম্যান্স। দেশের বিভিন্ন অঞ্চলের রান্নাবান্না এবং শিল্পকলার প্রদর্শনীও দেখা যাবে এই অনুষ্ঠানে।
স্বাধীনতা দিবসে জাতীয় স্মারকগুলির সামনে তোলা যাবে না সেলফি, অ্যাডভাইসরি কেন্দ্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2016 11:38 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -