নয়াদিল্লি: এবছরের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা আমন্ত্রণ মোদীরও। গতকাল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপচারিতার পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতই আমেরিকার প্রকৃত বন্ধু। বাণিজ্য, প্রতিরক্ষা-সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় ও সন্ত্রাস নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ট্রাম্প। এরপর কানাডা, মেক্সিকো, ইজরায়েল ও মিশরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে টেলিফোনেই সেরে নেন প্রাথমিক আলাপ-পর্ব। এদিকে, গতকাল মোদীর সঙ্গে কথা বলার পর মার্কিন রাষ্ট্রপতি ভারতকে প্রকৃত বন্ধু বলায় চাপ বাড়ল পাকিস্তানের, মত কূটনৈতিক মহলের।
হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প জোরের সঙ্গে বলেছেন, আমেরিকা ভারতকে প্রকৃত বন্ধু এবং বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানে শরিক হিসেবে মনে করে।
মোদী ও ট্রাম্প দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বজোড়া সংগ্রামে ভারত ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে বলে জানিয়েছেন মোদী ও ট্রাম্প।
ভারত ‘প্রকৃত বন্ধু’, মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানিয়ে বললেন ট্রাম্প
ABP Ananda, web desk
Updated at:
25 Jan 2017 09:03 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -