নয়াদিল্লি: চর অভিযোগে পাকিস্তানে বন্দি কূলভূষণ যাদবের সঙ্গে দেখা করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব অনুমতি দেওয়া হোক ভারতীয় দূতাবাসকে। ফের পাক সরকারকে এই অনুরোধ করল কেন্দ্র।

আজই ভারত-পাকিস্তান নিজের নিজের দেশের জেলে বন্দি অপর দেশের নাগরিকদের তালিকা বিনিময় করেছে। তখনই কূলভূষণের সাক্ষাৎ চেয়ে ইসলামাবাদের কাছে ফের আবেদন করে দিল্লি।

পাকিস্তান ভারতের হাতে যে তালিকা তুলে দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, অন্তত ৫৪৬ জন ভারতীয় নাগরিক তাদের দেশের বিভিন্ন জেলে বন্দি। এঁদের মধ্যে শুধু মৎস্যজীবীই ৫০০-র কাছাকাছি।

বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় নাগরিকদের মধ্যে রয়েছেন হামিদ নেহাল আনসারি ও কূলভূষণ যাদব। আনসারি মুম্বইয়ের বাসিন্দা, ২০১২-য় বেআইনিভাবে আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢুকতে গিয়ে ধরা পড়ে যান তিনি। অনলাইনে তাঁর এক পাক তরুণীর সঙ্গে আলাপ হয়, তাঁর সন্ধানে তিনি পাকিস্তান যাওয়ার চেষ্টা করেন। পাক সেনা আদালত অবশ্য তাঁর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ এনেছে।

২০০৮-এর ২১ মে ভারত-পাকিস্তানের মধ্যে বন্দি তালিকা বিনিময় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুয়ায়ী প্রতি বছর দুবার, পয়লা জানুয়ারি ও পয়লা জুলাই এই তালিকা বিনিময় হবে।