নয়াদিল্লি: কুলভূষণ যাদবের সঙ্গে যাতে ‘বাধাহীন ভাবে’ কনস্যুলেটের কর্তারা দেখা করতে পারেন, পাকিস্তানকে তার ব্যবস্থা করতে বলল ভারত। এ সপ্তাহেই শুক্রবার কুলভূষণের সঙ্গে কনস্যুলেটের লোকজনকে দেখা করতে দেওয়ার প্রস্তাব পাঠায় পাকিস্তান। জবাবে ভারত এই অবস্থান জানিয়ে দিল। পাকিস্তানকে বলে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক ন্যয় আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের সঙ্গে সাযুজ্য রেখে কুলভূষণের সঙ্গে দেখা করতে দিতে হবে কনস্যুলেটকে, যে কোনওরকম ভয়ভীতিহীনমুক্ত পরিবেশে, যাতে প্রতিহিংসার মনোভাব, আশঙ্কা না থাকে। ভারত এখন পাকিস্তানের উত্তরের অপেক্ষায় রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
গতকাল বিদেশমন্ত্রক জানায়, পাকিস্তানের কুলভূষণের সঙ্গে কনস্যুলেটের লোকজনকে দেখা করতে দেওয়ার প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তান এ ব্যাপারে কয়েকটি শর্ত দেয় বলে শোনা যাচ্ছিল। সেগুলির একটি ছিল, ভারতীয় কনস্যুলেটর কর্তাদের সঙ্গে কুলভূষণের সাক্ষাতের সময় সেখানে একজন পাকিস্তানি অফিসার থাকবেন।
৪৯ বছর বয়সি ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণকে পাকিস্তানে চরবৃত্তি, নাশকতার অভিযোগে ২০১৭-র এপ্রিল দোষী ঘোষণা করে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত, যার বিরুদ্ধে আইসিজে-তে আবেদন করে ভারত। আইসিজে সম্প্রতি ভারতের আবেদনের গ্রাহ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে পাকিস্তানের পেশ করা আপত্তি নাকচ করে ৪২ পৃষ্ঠার রায়ে জানিয়ে দেয়, কুলভূষণের সাজাদান প্রক্রিয়া খতিয়ে দেখতে হবে, ততদিন তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করায় স্থগিতাদেশ থাকবে। পাকিস্তান ১৯৬৩-র ভিয়েনা কনভেনশন কুলভূষণ মামলায় ভেঙেছে, ভারতের এই অভিযোগকে মান্যতা দেয় আইসিজে। ভারত তারপরই আইসিজে-র রায় পুরোপুরি মেনে কুলভূষণকে কনস্যুলেটের লোকজনের সঙ্গে দেখা করতে দিতে বলে পাকিস্তানকে।