নয়াদিল্লি: লিকার ব্যারন বিজয় মাল্য ও অগস্তাওয়েস্টল্যান্ড হেলিপক্টার চুক্তির মিডলম্যান হিসেবে অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ক্রিস্টিয়ান মিচেলের প্রত্যর্পনের জন্য ব্রিটেনকে বলল ভারত।উল্লেখ্য, আর্থিক তছরুপ ও কয়েশ কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগে ভারতে মামলা চলছে মাল্যর বিরুদ্ধে। কিন্তু মাল্য ব্রিটেনে গিয়ে আশ্রয় নিয়েছেন। আর্থিক তছরুপ মামলায় তাঁকে হাতে পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অন্যদিকে, অগস্তা চুক্তি দুর্নীতি মামলায় সিবিআই চাইছে মিচেলকে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রীর বৈঠকে প্রত্যর্পন প্রসঙ্গটি ওঠে। বৈঠকে মাল্য ও মিচেল সহ ৬০ জনের তালিকা ভারত ব্রিটেনকে দিয়েছে। অন্যদিকে, ব্রিটেন দিয়েছে ১৭ জনের তালিকা। পারস্পরিক আইনি সহায়তা চুক্তি অনুযায়ী অথবা যাদের বিরুদ্ধে লেটার্স রোগাটোরিজ জারি হয়েছে এমন ১৭ জনের তালিকা ব্রিটেন ভারতকে দিয়েছে।
পলাতক ও অপরাধীদের আইনের ফাঁক গলে বেরোতে না দেওয়ার ব্যাপারে দুই দেশই সহমত হয়েছে। একইসঙ্গে বকেয়া প্রত্যর্পনের আর্জিগুলি সমাধানের বিষয়েও সহমত হয়েছে ভারত ও ব্রিটেন। প্রত্যর্পনের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত দুই দেশের সংশ্লিষ্ট আধিকারিকদের যত শীঘ্র সম্ভব বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, এদিনের বৈঠকের পর মাল্যর প্রত্যর্পনের বিষয়টির অগ্রগতি হবে বলে ভারত আশা করছে। সূত্রের খবর, মোদী ও টেরেসার বৈঠকের আগে দুই পক্ষের আলোচনায় প্রত্যর্পনের প্রসঙ্গটি উঠেছিল।
মোদী ও টেরেসার বৈঠকে মাল্যর প্রত্যর্পনের প্রসঙ্গটি উঠেছিল কিনা, এই প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের আধিকারিক রণধীর জয়সওয়াল ভারত-ব্রিটেন যৌথবিবৃতির প্রসঙ্গ উল্লেখ করেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই প্রধানমন্ত্রীই পারস্পরিক আইনি সহায়তা চুক্তি অনুযায়ী সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দায়বদ্ধতার কথা পুনরায় জানিয়েছেন।
উল্লেখ্য, আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীও ভারতীয় আইন এড়াতে ব্রিটেনে গিয়ে আশ্রয় নিয়েছেন। এদিনের বৈঠকের পর মোদীর প্রত্যর্পনের আর্জিটিও গতি পেতে পারে।
বিজয় মাল্যকে প্রত্যর্পণ করতে ব্রিটেনকে বলল ভারত
ABP Ananda, web desk
Updated at:
07 Nov 2016 08:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -