নয়াদিল্লি: চিন থেকে দুধ ও দুগ্ধজাতীয় সামগ্রী, বিশেষ কয়েক ধরনের মোবাইল ও আরও কিছু সামগ্রীর ভারতে আমদানি নিষিদ্ধ হয়েছে বলে সোমবার সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন। চিনের দুধ ও তা থেকে তৈরি হওয়া পণ্যের গুণমান ভারতের কাছে গ্রহণযোগ্য নয় বলেই সেগুলির আমদানিতে নিষেধাজ্ঞা জারি হচ্ছে।
পাশাপাশি তিনি জানান, চিন থেকে আসা কিছু মোবাইল ফোনে আন্তর্জাতিক মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বার বা অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ঠ্যগুলি থাকছে না। সেগুলির আমদানিও নিষিদ্ধ হচ্ছে। চিনের তৈরি কিছু ইস্পাত পণ্যের আমদানিও নিষিদ্ধ হচ্ছে বলে জানান নির্মলা।
এদিন বিজেপি-র ভোলা সিংহ সমেত একাধিক এমপি চিনা পণ্যের আমদানি পুরোপুরি নিষিদ্ধ করার দাবি করেন। তাঁদের বক্তব্য, গুণমানে খারাপ চিনা সামগ্রীর জেরে ভারতের ক্ষুদ্র, মাঝারি শিল্প মার খাচ্ছে। ভোলা সিংহ ইস্যুটি তুলে বলেন, চিনের সঙ্গে সাংস্কৃতিক লেনদেন বহাল রেখে আমরা উদার মানসিকতা দেখাতেই পারি। কিন্তু অর্থনীতি, বাণিজ্য লেনদেনের বেলায় এটা চলতে পারে না। চিনের সঙ্গে ভারতের বাণিজ্য লেনদেনে ঘাটতি ক্রমশ বাড়ছে বলে জানিয়ে তিনি মন্তব্য করেন, বাণিজ্যিক সম্পর্কে চিনকে হাল্কা ভাবে নেওয়ার কোনও মানে হয় না।
তবে নির্মলা বলেন, কূটনীতিগত, ভৌগোলিক বা সামরিক বিরোধ থাকলেও ডব্লুটিও সংক্রান্ত নিয়মের ফলে এখন কোনও দেশ থেকেই আমদানি পুরেপুরি নিষিদ্ধ করা সম্ভব নয়।
গুণমানে খারাপ, চিন থেকে দুধ, কিছু মোবাইল আমদানি নিষিদ্ধ হয়েছে, সংসদে কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2016 11:41 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -