নয়াদিল্লি: জামাতুল-মুজাহিদিন বাংলাদেশ বা জামাতুল-মুজাহিদিন ভারত বা জামাতুল-মুজাহিদিন হিন্দুস্থান-কে নিষিদ্ধ সন্ত্রাসবাদী দল হিসাবে ঘোষণা করল ভারত সরকার।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, এই দলটি বিভিন্ন সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত ও ভারতীয় যুবকদেরও সন্ত্রাসবাদী কাজ করার প্ররোচনা দিচ্ছে।

জামাতুল-মুজাহিদিন বাংলাদেশ বা জামাতুল-মুজাহিদিন ভারত বা জামাতুল-মুজাহিদিন হিন্দুস্থানের সমস্ত কার্যকলাপকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের(ইউএপিএ) প্রথম সূচিতে রাখা হয়েছে।

ইউএপিএ-এর প্রথম সূচি অনুসারে দলটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ভারত সরকার।