নয়াদিল্লি: সন্ত্রাস মোকাবিলা থেকে সীমান্ত-পাচার রোধের উদ্দেশ্যে সোমবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক।
আগামীকাল নয়াদিল্লিতে শুরু হতে চলা ওই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষি। অন্যদিকে, বাংলাদেশি প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন মোজাম্মেল হক খান।
এমন একটা সময়ে যেখানে ভারতীয় উপমহাদেশে আইসিসের উপস্থিতির মাত্রা বৃদ্ধি, বাংলাদেশ ও কিছু ভারতীয় রাজ্যে জেহাদি গোষ্ঠীর উপদ্রব বৃদ্ধির বিরুদ্ধে যৌথ মোকাবিলার উপায় বের করাই হবে এই বৈঠকের মূল উদ্দেশ্য। পাশাপাশি, দুদেশের সীমান্ত দিয়ে গরু, মাদক পাচার এবং অস্ত্র পাচারের বিরুদ্ধে কী করে মোকাবিলা করা যায়, তা নিয়ে একটি নীল-নকশা তৈরি করবেন আধিকারিকরা।
সূত্রের খবর, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকারীদের ধরার বিষয়ে ভারতের সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ। একইসঙ্গে, ঢাকা হামলা সংক্রান্ত বিভিন্ন তথ্যও বিনিময় করতে পারেন দুই দেশের প্রতিনিধিরা।