ওয়াশিংটন: আমেরিকার ইন্ডিয়ানাপলিসের সবথেকে বড় হিন্দু মন্দিরের দায়িত্বে এলেন এক মুসলিম পুলিশ অফিসার। জাভেদ খান নামে ওই পুলিশ অফিসারের জন্ম মুম্বইয়ে। তায়েকোন্ডোতে ৮ ডিগ্রি ব্ল্যাক বেল্টধারী জাভেদ খান কিক বক্সিংয়েও চ্যাম্পিয়ন। স্থানীয় পুলিশ বিভাগ তাঁকে ওই মন্দিরের নিরাপত্তা বিভাগের প্রধান পদে নির্বাচিত করেছে।

প্রতিদিন ওই মন্দিরে আসেন কয়েকশো ভক্ত। তাঁদের সকলের নিরাপত্তার দায়িত্ব এখন থেকে জাভেদ খানের ওপর।

জাভেদ জানিয়েছেন, তিনি মনে করেন, সকলে এক, সকলেই ঈশ্বরের সন্তান। হিন্দু-মুসলিম বিভাজনে বিশ্বাস নেই তাঁর। তিনি শুধু নিজের কাজ করছেন, তার বেশি কিছু নয়। ওই মন্দিরেই নিজের মেয়ের সঙ্গে এক তেলুগু যুবকের বিয়ে দেন এই পুলিশ অফিসার। তখন থেকে তাঁর মনে হয়, এই মন্দিরের আরও বেশি নিরাপত্তা দরকার। তারপরই এখানে কাজ করতে ইচ্ছেপ্রকাশ করেন তিনি। আর এখন তিনিই ওই মন্দিরের নিরাপত্তার সর্বময় কর্তা।