নয়াদিল্লি: বেঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশের খুন হওয়া নিয়ে যখন দেশজুড়ে প্রতিবাদ চলছে, তখনই সহিষ্ণুতার পক্ষে সওয়াল করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর মতে, আর্থিক বৃদ্ধির জন্য সহিষ্ণুতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সমাজের অসহিষ্ণু হওয়া চলবে না।


এর আগে ২০১৫ সালেও দেশে অসহিষ্ণুতা বাড়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রাজন। ফের তিনি সহিষ্ণুতার গুরুত্বের কথা বলেছেন। তাঁর দাবি, ‘দেশের স্বার্থে যেটা বলা দরকার, সে কথাই বলেছেন তিনি। মহিলা সাংবাদিক খুন হওয়া নিয়ে দেশজুড়ে প্রতিবাদ হওয়ার কারণ হল, মানুষের মনে হচ্ছে তিনি যে বিষয়ে লিখতেন, তার জন্যই খুন হতে হয়েছে। আমার মনে হয়, এত তাড়াতাড়ি কোনও সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়। তদন্তের পর আমরা যতক্ষণ না এ বিষয়ে আরও তথ্য পাচ্ছি, ততক্ষণ কোনও মন্তব্য করা ঠিক নয়।’

সম্প্রতি সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা নিয়ে যে রায় দিয়েছে, সেটা সহিষ্ণুতার পক্ষেই বলে মনে করছেন রাজন। তাঁর মতে, এই রায় বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নতিতে সাহায্য করবে।