নয়াদিল্লি: বিশ্বের মঞ্চে ভারতের মর্যাদা বাড়ছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে গোটা বিশ্ব আমাদের পাশে। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন। যে সব দেশ দিল্লিকে এই যুদ্ধে সাহায্য করছে, তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
চিনের সঙ্গে ডোকা লা অচলাবস্থার নাম না করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমরা তৈরি, তা সে অভ্যন্তরীণ নিরাপত্তাই হোক, সাইবার, সমুদ্র বা সীমান্ত। তাঁর সরকার সর্বাধিক গুরুত্ব দেয় দেশের নিরাপত্তাকে, সেনারা সফলভাবে রক্ষা করছেন ভারতের সীমান্ত।
এই প্রসঙ্গে গত বছর উরি সন্ত্রাসের প্রেক্ষিতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। বলেছেন, এর ফলে আন্তর্জাতিক দুনিয়া উপলব্ধি করেছে ভারতীয় সেনার পরাক্রম। যখনই প্রয়োজন পড়েছে সেনা দেখিয়েছে তারা কী করতে পারে। বলিদান থেকে কখনও পিছু হঠেনি তারা।
সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই গোটা বিশ্বের সমর্থন পেয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। সন্ত্রাস দমনে বহু দেশ এখন সক্রিয়ভাবে দিল্লিকে সাহায্য করছে। যখনই হাওয়ালার মাধ্যমে কোনও দেশে টাকা পাচার হচ্ছে, সেই দেশ থেকে তথ্য আসছে, আন্তর্জাতিক দুনিয়া তথ্য দিচ্ছে জঙ্গিদের সম্পর্কে। এই সব দেশকে লালকেল্লার মঞ্চ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সেনা আধিকারিকদের জন্য যে এক পেনশন এক পদ ব্যবস্থা চালু হয়েছে তার উল্লেখও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত ৩০-৪০ বছর ধরে এই এক পদ এক পেনশন ব্যবস্থা আটকে ছিল। কিন্তু সরকার যখন সেনার পাশে এসে দাঁড়ায়, তাদের দাবিদাওয়া পূর্ণ করে, তখন তাদেরও দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার আকাঙ্খা বেড়ে যায় বলে মন্তব্য করেন তিনি।
ভারত যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম, বললেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Aug 2017 01:42 PM (IST)
Indian Prime Minister Narendra Modi delivers his address during the country's 71st Independence Day celebrations, which marks the 70th anniversary of the end of British colonial rule, at the historic Red Fort in New Delhi on August 15, 2017. India can defend itself from anyone who seeks "to act against our country", Prime Minister Narendra Modi said in an Independence Day speech August 15 amid a tense standoff with Beijing over a Himalayan plateau. / AFP PHOTO / PRAKASH SINGH
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -