নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্তে চলতি উত্তেজনার মধ্যেই বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) আধিকারিকদের বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছে পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিআরও-র ডিজি ও অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে সাউথ ব্লকের অফিসে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী এদিন চলতি প্রকল্পগুলি সম্পর্কে পর্যালোচনা করেছেন।
বৈঠকে রাজনাথ বাহিনীর যাতায়াতে যাতে কোনও প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে সমস্ত সীমান্ত পরিকাঠামোর কাজ দ্রুত গতিতে করার নির্দেশ দিয়েছেন।
বৈঠকে বিআরও-র ডিজি লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিংহ মন্ত্রীকে জানিয়েছেন যে, গঠনের পর থেকেই সংস্থা প্রত্যন্ত সীমান্ত এলাকায় রাস্তা, সেতু, টানেল, এয়ারফিল্ড নির্মাণের ক্ষেত্রে প্রথমসারির সড়ক নির্মাণ সংস্থা হয়ে উঠেছে। ভুটান, মায়ানমার, আফগানিস্তানের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলিতেও দেশের সামগ্রিক কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণের কাজ হাতে নিয়েছে।
তিনি আরও জানিয়েছেন যে, গত কয়েক বছরে বিআরও-র কাজে বড়সড় গতি এসেছে। ২০১৯-২০ তে ২০১৮-১৯ এর তুলনায় বিআরও ৩০ শতাংশ বেশি কাজ করেছে।
২০১৯-২০ তে সামগ্রিক ব্যয়ের পরিমাণ ৭,৮৬৭ কোটি টাকা। এর পরিমাণ ২০১৭-১৮ তে ছিল ৫,৪৫৮ কোটি টাকা, ২০১৮-১৯ এ ছিল ৬,৮৫৯ কোটি টাকা।
গত মাসেই সরকার বিআরও-র জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডে হাইওয়ে প্রকল্পের জন্য অতিরিক্ত ১,৬৯১ কোটি টাকা বরাদ্দ করেছিল।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে উত্তেজনা তৈরির পর লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিংহ নির্মীয়মান ৮.৮ কিমি অটল রোহটাং টানেল প্রকল্পের কাজ দেখতে এসেছিলেন। আগামী সেপ্টেম্বরে এই টানেল খোলার কথা।
ভারত-চিন সংঘাত: সীমান্তে পরিকাঠামো প্রকল্প সম্পর্কে পর্যালোচনা প্রতিরক্ষামন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jul 2020 08:35 PM (IST)
চিনের সঙ্গে সীমান্তে চলতি উত্তেজনার মধ্যেই বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) আধিকারিকদের বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছে পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -