নয়াদিল্লি: ভারত ও চিনের সম্মিলিত সম্ভাবনার বিশাল ক্ষমতা রয়েছে। এমনটাই মনে করেন দলাই লামা।


রবিবার, তিনি বলেন, ভারত ও চিন—উভয়ই দারুন সম্ভাবনাময়। ঐতিহাসিকভাবে চিন বৌদ্ধ রাষ্ট্র। অধিকাংশ চিনা আজও নলান্দা বৌদ্ধ ভাবধারায় অনুপ্রাণিত।


তিনি যোগ করেন, আমরা চাই বা না চাই, ভারত ও চিনকে পাশাপাশি থাকতে হবে। ওরা যদি যৌথভাবে কাজ করে, তাহলে সেই সম্ভাবনা প্রভূত উন্নতি হবে। দুশো কোটি মানুষ একসঙ্গে কাজ করছে—ভেবে দেখুন এই ছবি।


বর্তমানে এক-সপ্তাহব্যাপী তিন শহরের সফরে এসেছেন দলাই লামা। রাজধানী নয়াদিল্লির পর তিনি ভূবনেশ্বর ও কলকাতায় যাবেন। সোমবার, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠকও করার কথা দলাই লামার।


https://twitter.com/ANI/status/932144303148752896