লাদাখে ভারত ও চিনের যৌথ মহড়া
ABP Ananda, web desk | 20 Oct 2016 10:26 AM (IST)
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পূর্ব লাদাখে যৌথ মহড়া ভারত ও চিনের। পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের সদস্যপদ নিয়ে মতবিরোধ , কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জে নয়াদিল্লির প্রস্তাবে চিনের আপত্তির মতো কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই যৌথ মহড়া অনুষ্ঠিত হল। গতকাল দিনভর এই মহড়া চালায় ভারত ও চিনের সেনাবাহিনী। মানবিক সাহায্য ও বিপর্যয় মোকাবিলার লক্ষ্যেই এই মহড়া চালানো হয়। এ জন্য ভারতীয় সীমান্তের একটি গ্রামে কাল্পনিক ভুমিকম্পের পরিস্থিতি তৈরি করা হয়। এরপর যৌথ দল উদ্ধার অভিযান ও চিকিত্সা সংক্রান্ত সহায়তা পৌঁছনোর কাজের মহড়া দেয়। উল্লেখ্য, এ ধরনের মহড়া গত ৬ ফেব্রুয়ারি হয়েছিল চিনে। তারই অনুসারী মহড়া অনুষ্ঠিত হল লাদাখে। ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার আর এস রমন। চিনের দলের নেতৃত্বে ছিলেন সিনিয়ার কর্নেল ফান জুন। সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মহড়া দারুন সফল হয়েছে। এই শুধুমাত্র সীমান্ত এলাকার মানুষদের প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাহায্য পৌঁছে দেওয়ার মহড়ার ক্ষেত্রেই সফল হয়নি। পাশাপাশি, নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আস্থা ও সহযোগিতাও বৃদ্ধি করেছে। এই মহড়া ভারত ও চিনের সীমান্ত এলাকাগুলিতে সহযোগিতা বৃদ্ধি, শান্তি বজায় রাখার ক্ষেত্রেও সহায়ক হয়েছে বলে জানানো হয়েছে।