নয়াদিল্লি: আগামী ৩০ অক্টোবর চিনের উহানে একটি বিমান পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া। চিনের এই শহর থেকেই মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছিল। সরকারিভাবে করোনামুক্ত ও নিরাপদ ঘোষণা ও সমস্ত ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের পর উহানে এই প্রথম বিমান পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া।


২৩ অক্টোবর চিনে ভারতীয় দূতাবাস জানিয়েছিল যে, আগামী ৩০ অক্টোবর এয়ার ইন্ডিয়ার একটি বন্দেভারত মিশন দিল্লি থেকে উহানে আসবে। এখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি হবে বন্দেভারত মিশনের ষষ্ঠ মিশন।

২৩ অক্টোবর দিল্লি-গুয়ানঝৌ উড়ান বাতিল হওয়ার পর দিল্লি-উহান উড়ানের ঘোষণা হয়।

দিল্লি থেকে যাঁরা এখানে আসবেন তাঁদের নির্দিষ্ট হোটেলগুলিতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

যাত্রীদের যে কোনও ধরনের সহায়তার জন্য হেল্পডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। চলতি বছরের শুরুতে উহানে যখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব চরমে উঠেছিল, তখন ফেব্রুয়ারিতে সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে তিনটি উড়ান চালিয়েছিল।