ভারতে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪৫,১৪৯, গত তিন মাসে সবচেয়ে কম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 11:29 AM (IST)
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৯ লক্ষ ছাড়াল। তবে কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। প্রায় তিনমাস পর ৪৫ হাজারে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও।
নয়াদিল্লি: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৯ লক্ষ ছাড়াল। তবে কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। প্রায় তিনমাস পর ৪৫ হাজারে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৬.৫৩ লক্ষ। দৈনিক মৃত্যু কমল ১৫ শতাংশের বেশি। একদিনে আক্রান্তের সংখ্যা কমল ৫ হাজার। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ১৪ জনের।একদিনে মৃত ৪৮০। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৮। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৫ হাজার ১৪৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজার ১২৯ জন। দেশে মোট আক্রান্ত ৭৯ লক্ষ ৯ হাজার ৯৬০। একদিনে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ১০৫ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৬২ হাজার ৭৭ জন। দেশে মোট সুস্থ ৭১ লক্ষ ৩৭ হাজার ২২৯। দেশে মৃত্যুর হার কমে ১.৫০ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯০.২৩ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ৩৯ হাজার ৩০৯টি নমুনা পরীক্ষা হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ১০ কোটি ৩৪ লক্ষ ৬২ হাজার ৭৭৮টি নমুনা। ভারতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ আক্রান্ত মহারাষ্ট্রে। অ্যাক্টিভ আক্রান্তর ক্ষেত্রে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে।