নয়াদিল্লি: ভারতের প্রথম করোনার ভ্যাকসিন 'কোভিশিল্ড' বাজারে ৭৩ দিনের মধ্যে পাওয়া যাবে বলে জানা গেল। পাশাপাশি জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ভারত সরকার দেশের সকলকে বিনামূল্যে করোনার টিকা দেবে। পুণের বায়োটেক সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এই ভ্যাকসিনটি তৈরি করছে।
একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, ভারতের সিরাম ইনস্টিটিউটের আধিকারিকরা বলেছেন যে, ভারত সরকার সিরাম ইনস্টিটিউটকে বিশেষ লাইসেন্স দিয়েছে। এর ফলে ভ্যাকসিন ট্রায়াল প্রোটোকলের প্রক্রিয়াটি খুবই দ্রুত গতিতে করা সম্ভব হবে। আশা করা যায় যে ৫৮ দিনের মধ্যে এই ভ্যাকসিনের পরীক্ষা শেষ হবে৷ ভ্যাকসিনের তৃতীয় পর্বের প্রথম ডোজ শনিবার, ২২ অগাস্ট দেওয়া হয়েছে৷ দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের থেকে ২৯ দিনের পরে দেওয়া যেতে পারে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ১৫ দিনের পর রিপোর্ট প্রকাশিত হবে।
সূত্রের খবর, সরকার সরাসরি সিরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড ভ্যাকসিন কিনে নেবে এবং প্রত্যেক ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিন দেবে। জানা গিয়েছে, ২০২২ সালের জুনের মধ্যে কেন্দ্রীয় সরকার সেরাম ইনস্টিটিউট থেকে ৬৮ কোটি করোনার ভ্যাকসিন কিনবে। সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, শুরুর দিকে প্রতি মাসে ৬ কোটি করোনার ভ্যাকসিন তৈরি করাই তাদের প্রাথমিক লক্ষ্য।
India Corona Vaccine Countdown: ৭৩ দিনের মধ্যে বাজারে আসছে দেশের প্রথম করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’, দাবি পুণের সিরাম ইনস্টিটিউটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2020 06:10 PM (IST)
Corona Vaccine in India: সূত্রের খবর, সরকার সরাসরি সিরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড ভ্যাকসিন কিনে নেবে এবং প্রত্যেক ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিন দেবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -