দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ, সুস্থতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2020 11:54 AM (IST)
দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ, সুস্থতা। দৈনিক আক্রান্তের সংখ্যায় আজ আমেরিকার পর দ্বিতীয় স্থানে ভারত। ব্রাজিল রয়েছে তিন নম্বরে।
নয়াদিল্লি: দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ, সুস্থতা। দৈনিক আক্রান্তের সংখ্যায় আজ আমেরিকার পর দ্বিতীয় স্থানে ভারত। ব্রাজিল রয়েছে তিন নম্বরে। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ১২ হাজার ১৬১ জনের।একদিনে মৃত ৮৯৫। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৮০। একদিনে মৃত্যু বাড়ল তিরিশ শতাংশের বেশি। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৩ হাজার ৩৭১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৭০৮। দেশে মোট আক্রান্ত ৭৩ লক্ষ ৭০ হাজার ৪৬৯। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬৪ লক্ষ ৫৩ হাজার। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ চার হাজার। একদিনে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৩৩৮ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৮১ হাজার ৫৪। দেশে মোট সুস্থ ৬৪ লক্ষ ৫৩ হাজার ৭৮০।দেশে মৃত্যুর হার ১.৫২ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৮৭.৫৬ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ২৮ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ৯ কোটি ২২ লক্ষ ৫৪ হাজার ৯২৭টি নমুনা।