নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসে বাড়ল দৈনিক মৃত্যু,তবে কমল সংক্রমণ।  একইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। তালিকার শীর্ষে রয়েছে দিল্লি।  রাজধানীতে একদিনে মৃত্যু হয়েছে ১২১ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র।  ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৭৩৮।  মোট আক্রান্ত ৯১ লক্ষ ৩৯ হাজার ৮৬৬।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল  ৫০১।

গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৫৯ জন।  গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৪৫ হাজার ২০৯ জন।  এই নিয়ে গত ১৬ দিন করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ৫০ হাজারের নিচেই রয়েছে।

তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৫ লক্ষ ৬২ হাজার ৬৪২।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ২৪ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪৩ হাজার ৪৯৩। দেশে মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।  সুস্থতার হার ৯৩.৬৮ শতাংশ।

আইসিএমআর সূত্রে খবর, ২২ নভেম্বর পর্যন্ত দেশে ১৩ কোটি ২৫ লক্ষ ৮২ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৯৬টি নমুনা। পজিটিভিটি হার সাত শতাংশ।

২৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কম। অন্যদিকে, নয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি।