নয়াদিল্লি: আর্থিক ক্ষেত্রে বিপুল উন্নতি করেছে ভারত। কিন্তু আর্থিক অসাম্যের সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেনি। বললেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। তাঁর বক্তব্য, ভারতে এখন আগের থেকে অনেক সহজে ব্যবসা বাণিজ্য সম্ভব, তবে আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁস আগের থেকে প্রচুর আলগা হলেও এখনও পুরোপুরি খোলেনি।


ক্রুগম্যানের কথায়, ভারতে শেষ ৩০ বছরে যে আর্থিক উন্নতি হয়েছে, ব্রিটেন তাই করেছে ১৫০ বছর ধরে। খুব দ্রুত বদলে গিয়েছে ভারত। তাহলে কেন এ দেশে এখনও দারিদ্র্য চোখে পড়ে? প্রশ্ন করেছেন তিনি।

ক্রুগম্যানের মন্তব্য, ভারতের সমস্যা হল ভাল মাত্রার আর্থিক অসাম্য। আর্থিক উন্নতি রীতিমত হলেও সম্পদের সমবণ্টন হয়নি। ভারতের উন্নয়ন ঘটেছে অসামান্য, ক্রয়ক্ষমতার দিক থেকে বিচার করলে তা জাপনকে টপকে গিয়েছে, শুধু আমেরিকা ও চিনের পিছনে। যে কোনও ইউরোপীয় দেশের থেকে অনেক বড়।

নব্বইয়ের দশকের শুরুতে অর্থনীতিতে যে খোলা জানালা নীতি নেওয়া হয়, তার ফলশ্রুতিই এই আর্থিক উন্নতি বলে ক্রুগম্যান জানিয়েছেন। তাঁর কথায়, নীতিগতভাবে তিনি বামপন্থী হলেও অর্থনীতিতে সরকারি জাঁতাকলের পক্ষপাতী নন তিনি। ভারতে আগে লাইসেন্স রাজ ছিল, তা পুরোপুরি মুছে না গেলেও অনেকাংশে কমেছে। ব্যবসা করা অনেক সহজ হয়ে গিয়েছে এ দেশে। তাঁর বক্তব্য, নীতি পরিবর্তন ঠিক সময়ে ঘটেছে ও দেশ বিদেশি বিনিয়োগের জন্য তার দরজাও খুলে দিয়েছে ঠিক সময়ে। পরিকাঠামোগত সমস্যা রয়েছে ঠিকই কিন্তু আগের থেকে অনেক ভাল।

তবে আরও বেশি করে কর্মসংস্থানের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেছেন ক্রুগম্যান। নির্মাণ শিল্পের অভাব এ ক্ষেত্রে সমস্যা করতে পারে। এ ছাড়া দুর্নীতি সংক্রান্ত সমস্যার কথাও তুলেছেন তিনি।