কোনও দেশের নাম না করে প্রধানমন্ত্রী বলেছেন, এলাকার দুই গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে আঞ্চলিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হাতে হাত মিলিয়ে চলবে ভারত ও ভিয়েতনাম। শুধু ঋণদানই নয়, প্রধানমন্ত্রীর সফর চলাকালীন বেশ কয়েকটি চুক্তি করেছে দুই দেশ। বেশিরভাগই দুদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত আর্থিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে।
দক্ষিণ চিন সাগরে চিনের সঙ্গে ঝামেলা বাড়ার পর থেকেই সামরিক ক্ষেত্রে শক্তিশালী হয়ে ওঠায় নজর দিয়েছে হ্যানয়। নরেন্দ্র মোদী তাঁর ভাষণে দক্ষিণ চিন সাগরের উল্লেখ না করলেও যেভাবে তিনি আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলার কথা বলেছেন, তাতে স্পষ্ট, দক্ষিণ চিন সাগর বিতর্কে চুপ করে থাকবে না ভারত। শুক্রবারও ভিয়েতনামের ভারতীয় রাষ্ট্রদূত পি হরিশ মন্তব্য করেছেন, রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকা মেনে দক্ষিণ চিন সাগর বিতর্ক মিটিয়ে নেওয়া উচিত।