নয়াদিল্লি: ব্যাঙ্কঋণ না মিটিয়ে দেশ ছেড়ে চলে যাওয়া বিজয় মাল্যকে ফেরানোর ব্যাপারে ব্রিটেনের কাছে দাবি পেশ ভারতের। কিং ফিশার বিমান সংস্থার পুনরুজ্জীবনে কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের লোন নিয়েছেন শিল্পপতি মাল্য। তাঁর বিরুদ্ধে আরও নানা আর্থিক দুর্নীতি, অনিয়মের অভিযোগ রয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, আজ আমরা সিবিআইয়ের তরফে আসা বিজয় ভিট্টল মাল্যকে প্রত্যর্পণের আবেদনটি ব্রিটিশ হাই কমিশনের অফিসারদের হাতে তুলে দিয়েছি। ব্রিটেনকে আবেদন করেছি, মাল্য যাতে ভারতে বিচারের মুখোমুখি হন, সেজন্য তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হোক।
মাল্যের বিরুদ্ধে ভারতে বৈধ অভিযোগ, মামলা রয়েছে বলে দাবি করে স্বরূপ বলেন, প্রত্যর্পণের আবেদন মেনে তাঁকে ভারতে পাঠানো হলে 'আমাদের প্রত্যাশার প্রতি ওদের সংবেদনশীলতা, আন্তরিকতার পরিচয় পাওয়া যাবে।'
গত মাসেই সিবিআই জামিন অযোগ্য পরোয়ানা জারি করে মাল্যের বিরুদ্ধে, ৭২০ কোটি টাকার আইডিবিআই ব্যাঙ্কের ঋণ খেলাপের মামলায়।
মাল্য কিংফিশারের জন্য ৯ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছিলেন বিভিন্ন ভারতীয় ব্যাঙ্ক থেকে। তা শোধ না করেই তিনি গত বছরের ২ মার্চ ভারত ছেড়ে চলে যান। শোনা যায়, তিনি লন্ডনে রয়েছেন।