গোরক্ষপুর: এনডিএ সরকারের তৃতীয় বর্ষপূর্তির দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, মোদীর নেতৃত্বে দেশে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে ভারত।
মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আদিত্যনাথ বলেছেন, ‘গত তিন বছরে বিজেপি-র কোনও মন্ত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠেনি। অনেক দেশই প্রধানমন্ত্রী মোদীর কাজ এবং প্রকল্পের প্রশংসা করেছে। এর ফলে নিশ্চিতভাবেই সম্মান এবং আত্মমর্যাদা বেড়ে গিয়েছে। গত তিন বছরে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য ৬৯টি প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।’
কেন্দ্রীয় সরকারের প্রশংসা করার পাশাপাশি দলীয় কর্মীদের ২০১৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের জন্য তৈরি হওয়ারও আর্জি জানিয়েছেন আদিত্যনাথ। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-র জয় নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত, মন্তব্য যোগী আদিত্যনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
26 May 2017 11:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -