নয়াদিল্লি: সাইবার নিরাপত্তা সহ ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে চুক্তি স্বাক্ষর করল ভারত ও ইজরায়েল।


সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর, দুই দেশের মধ্যে মোট ৯টি চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে মোদী জানান, কৃষি থেকে শুরু করে প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে একাধিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে দুই দেশ। চুক্তি স্বাক্ষরিত হয়েছে জ্বালানি, সিনেমা ও বিমান চলাচল নিয়ে।


এর পাশাপাশি, প্রতিরক্ষা ও সন্ত্রাসদমন নিয়েও একযোগে কাজ করতে রাজি হয়েছে ভারত ও ইজরায়েল। ইজরায়েলি প্রতিরক্ষা সংস্থাগুলিকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী। তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতে বর্তমান মুক্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি কার্যকর হওয়ার ফলে লগ্নিকারীরা এদেশে যৌথ-উৎপাদন করতে পারবে।


অন্যদিকে, মোদীকে ‘বিপ্লবী’ নেতা হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু। তাঁর মতে, মোদীর জন্য ভারতে বিল্পব ঘটেছে। একইসঙ্গে দুদেশের সম্পর্কেও বৈপ্লবিক পরিবর্তন এসেছে। গতকালই ৬ দিনের ভারত সফরে এসেছেন নেতানিয়াহু। দিল্লির পাশাপাশি, তাঁর আগরা, আমদাবাদ ও মুম্বই যাওয়ার কথা। প্রসঙ্গত, গত ১৫ বছরে এই প্রথম কোনও ইজরায়েলি প্রধানমন্ত্রী এই দেশে এসেছেন।